বান্ধবীকে কোলে নিয়ে বাইক চালানোয় ৭৫ হাজার টাকা জরিমানা

ভারতের উত্তরপ্রদেশের নয়ডাতে জননিরাত্তামূলক বার্তা দিতে একটি ভিডিও প্রকাশ করেছে ট্রাফিক পুলিশ। এতে দেখা যাচ্ছে, বান্ধবীকে কোলে নিয়ে বাইক চালাচ্ছেন এক যুবক।

এমন ‘বিপজ্জনক’ কাজ ও আইন ভঙ্গ করায় ওই বাইক চালককে ৫৩ হাজার ৫০০ রুপি জরিমানা করেছে পুলিশ। যা বাংলাদেশি অর্থে ৭৫ হাজার টাকার সমান। সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার (২৩ আগস্ট) জানিয়েছে,

ভিডিওটি করা হয়েছে নয়ডার কোনো এক জায়গায়। এতে দেখা যাচ্ছে, সিনেমার একটি রোমান্টিক সিনের আদলে বান্ধবীকে কোলে নিয়ে বাইক চালাচ্ছেন যুবক। ট্রাফিক আইনের সবকিছু লঙ্ঘন করে, হেলমেট বা নিরাপত্তা সরঞ্জাম না পরে বাইক চালানোয় তাদের জরিমানা করা হয়েছে।

উত্তর প্রদেশের পুলিশ ভিডিওটি প্রকাশ করে লিখেছে, “রোমিও-জুলিয়েট নয়ডায় একটি বাইক সিক্যুয়েল করার চেষ্টা করেছিল। তবে এবারের ক্লাইম্যাক্স ছিল বড় চালান, কোনো প্রেমের গান নয়! নিরাপদে গাড়ি চালান, নিয়ম মেনে চলুন এবং আপনার প্রেমের গল্পকে দীর্ঘজীবী হতে দিন।”

ভিডিওতে পুলিশ জানিয়েছে, এই যুগলকে ৫৩ হাজার ৫০০ রুপি জরিমানা করা হয়েছে।

ভিডিওটির কমেন্টে অনেককে মজা করতে দেখা গেছে। একজন লিখেছেন, “এখন প্রশ্ন হলো, জরিমানা কে দেবে! রোমিও না জুলিয়েট, নাকি তাদের বাবা-মা! তাদের সামনে এখন দুটো সমস্যা: প্রথমত, জরিমানা মেটানো; আর দ্বিতীয়ত, যদি বাবা-মা জরিমানা দেন, তাহলে তাদের সম্পর্ক সবার সামনে চলে আসবে। তাই সাবধান! নিরাপদে বাইক চালান, নিয়ম মেনে চলুন এবং আপনাদের সম্পর্ককে বাঁচিয়ে রাখুন।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *