পাকিস্তানের কারণে ভাগ্য খুলে গেলো বাংলাদেশের!

পাকিস্তানের কারণে ভাগ্য খুলে গেলো বাংলাদেশ হকি দলের। ২৯ আগস্ট থেকে ভারতের রাজগিরে শুরু হতে যাচ্ছে হকির এশিয়া কাপ। নিরাপত্তাজনিত কারণে আসর থেকে সরে দাঁড়াল পাকিস্তান।

পাকিস্তানের জায়গায় অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ হকি দল। আসলে নিরাপত্তা জনিত কোনো কারণ নয়, ২০১৩ সালের পর থেকে রাজনৈতিক কারণে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক কোনো ক্রিকেট সিরিজ খেলছে না ভারত।

পাকিস্তান আগ্রহ দেখালেও ভারত বরাবরের মতোই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অনীহা করছে। শুধু তাই নয়, আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্ট ছাড়া পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলছে না ভারত।

সম্প্রতি সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্টে সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান থাকায় খেলেনি ভারত। তারা টুর্নামেন্ট থেকে ওয়াকআউট করে। এসব কারণেই হয়তো ভারতে অনুষ্ঠিতব্য হকির এশিয়া কাপে দল পাঠাতে চাচ্ছে না পাকিস্তান।

খেলোয়াড়রা যেহেতু এশিয়া কাপে খেলতে পারছেন না, তার মানে তারা টুর্নামেন্টে খেলে বিপুল পরিমান অর্থ থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের সেই আর্থিক ক্ষতি পোষাতেই হয়তো তাদের প্রণোদনা দিচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসনি নকভি।

যদিও বলা হচ্ছে আসন্ন হকির প্রো লিগে খেলোয়াড়দের যথাযথ প্রস্তুতি সম্পন্ন করার পাশাপাশি তাদের খেলায় আগ্রহ বাড়ানোর জন্য জাতীয় দলের প্রত্যেক খেলোয়াড়কে ১০ লাখ রুপি করে দেবে পিসিবি। আজ সোমবার মহসিন নকভির সঙ্গে দেখা করেন পাকিস্তান হকি দলের অধিনায়ক আম্মাদ শাকিল বাট। তখন নকভি এই ঘোষণা দেন।

চলতি মাসের শুরুতে পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ) প্রো হকি লিগের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। পিএইচএফ সচিব রানা মুজাহিদ করাচিতে জিও নিউজের সাথে কথা বলার সময় বলেছেন, প্রো হকি লিগ আয়োজনের জন্য ৭০ কোটি পাকিস্তানি রুপি প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *