
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে শহর ও গ্রামে ভোটের সমর্থনে এগিয়ে রয়েছে বিএনপি, তবে খুব কাছেই রয়েছে জামায়াতে ইসলামী। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) পরিচালিত এবং
‘ভয়েস ফর রিফর্ম’-এর সহযোগিতায় জুলাই ২০২৫-এ সম্পন্ন বিআইজিডি পালস সার্ভে-৩ এ এমন চিত্র উঠে এসেছে।
জরিপে দেখা যায়, শহরের ১১.৬ শতাংশ ও গ্রামের ১২.২ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চান। অন্যদিকে জামায়াতে ইসলামীকে শহরের ৯.৬ শতাংশ ও গ্রামের ১০.৮ শতাংশ ভোটার সমর্থন জানিয়েছেন।
এ ছাড়া, কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে শহরের ৬.৫ শতাংশ ও গ্রামের ৭.৬ শতাংশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে শহরের ৩.৫ শতাংশ ও গ্রামের ২.৬ শতাংশ, এবং জাতীয় পার্টিকে শহরের ০.৪ শতাংশ ও গ্রামের ০.৩ শতাংশ ভোটার সমর্থন দেন।
২০২৫ সালের ১ থেকে ২০ জুলাই সারাদেশের ৬৪ জেলার ৫,৪৮৯ জনের অংশগ্রহণে টেলিফোন সাক্ষাৎকারের মাধ্যমে এই জরিপ পরিচালিত হয়।