‘ওয়াও, বাংলাদেশের রাজনীতিতে জেনারেশনাল পরিবর্তনের প্রমাণ পেলাম’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) ‘পালস সার্ভে ৩’-এর ফলাফলে দেখা গেছে, ৮ মাস পরের নির্বাচনকে কাকে ভোট দেবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্তে পৌঁছাননি ৪৮ দশমিক ৫০ শতাংশ মানুষ।

এই উল্লেখযোগ্য সংখ্যক সুইং ভোটারকে দেশের রাজনীতিতে পরিবর্তনের স্মারক হিসেবে দেখছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।

সোমবার (১১ আগস্ট) নিজের ভেরিফায়েড প্রোফাইলে দেওয়া পোস্টে এ মত ব্যক্ত করেন তিনি। পোস্টে গালিব লিখেছেন, ‘৪৮% ভোটার এখনো সুইং ভোটার! ওয়াও! বাংলাদেশের রাজনীতিতে যে একটা পরিবর্তন চলতেছে,

একটা জেনারেশনাল পরিবর্তন, তার স্পষ্ট প্রমাণ এইটা। যারা ‘পুরোনো দিনের বস্তাপচা ভোকাবুলারি দিয়ে রাজনীতি করবে’ তাদের নির্বাচনে জয়ের কোনো সম্ভাবনা নেই উল্লেখ করে তিনি লিখেছেন, ‘

যে পার্টি নিজেদের অতীত ভুল-ত্রুটি দ্বিধাহীন ভাবে স্বীকার করবে, আগামী দিনে সততার সাথে নিজেদের বদলানোর কমিটমেন্ট করবে–সেই পার্টি ইলেকশান জিতবে।‘

প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে মির্জা গালিব যোগ করেন, ‘ওয়েলকাম টু কম্পিটিশান। সময় এখন পরিবর্তনের, নতুনের, কাজের, স্মার্টনেসের।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *