
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে পরিচালিত সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, ভোটপ্রত্যাশী দলগুলোর মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামী এগিয়ে রয়েছে। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) পরিচালিত এবং ‘ভয়েস ফর রিফর্ম’-এর সহযোগিতায় সম্পন্ন বিআইজিডি পালস সার্ভে-৩ এ এ তথ্য উঠে এসেছে।
‘জনগণের মতামত, অভিজ্ঞতা ও প্রত্যাশা: জুলাই ২০২৫’ শিরোনামের এই জরিপ অনুযায়ী, বিএনপিকে ভোট দিতে চান ২৩.৮ শতাংশ নাগরিক (পুরুষ ১৪.৪%, নারী ৯.৪%) এবং জামায়াতে ইসলামীর পক্ষে রয়েছেন ২০.৭ শতাংশ (পুরুষ ১২.২%, নারী ৮.৫%)।
এছাড়া কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের পক্ষে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ১৪.৭ শতাংশ ভোটার। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৫.৬ শতাংশ, জাতীয় পার্টি ০.৬ শতাংশ, অন্যান্য ইসলামী দল ১.৪ শতাংশ এবং অন্যান্য রাজনৈতিক দল ৩.৫ শতাংশ সমর্থন।
জরিপে আরও দেখা যায়, ৩.৪ শতাংশ নাগরিক ভোট দেবেন না বলে জানিয়েছেন এবং ২৮.৮ শতাংশ তাদের মতামত প্রকাশে অনিচ্ছুক।
২০২৫ সালের ১ থেকে ২০ জুলাই সারাদেশের ৬৪ জেলার ৫,৪৮৯ জন নারী ও পুরুষের মধ্যে টেলিফোন সাক্ষাৎকারের মাধ্যমে এই জরিপ পরিচালিত হয়। নমুনা (স্যাম্পল) নেওয়া হয় ২০২২ সালের এশিয়া ফাউন্ডেশন-বিআইজিডি জরিপ থেকে, যেখানে প্রায় ১০ হাজার মানুষ অংশ নিয়েছিলেন। এবারে মোট ৯,২০৩ জনের সঙ্গে যোগাযোগ করা হলেও ৬০ শতাংশ অর্থাৎ ৫,৪৮৯ জন এতে অংশ নেন।
অংশগ্রহণকারীদের মধ্যে পুরুষের হার ৫৩ শতাংশ এবং নারীর হার ৪৭ শতাংশ। গ্রাম থেকে অংশ নিয়েছেন ৭৩ শতাংশ এবং শহর থেকে ২৭ শতাংশ। বয়সভিত্তিক অংশগ্রহণকারীদের মধ্যে ১৮-২৭ বছর বয়সী ছিলেন ২৫ শতাংশ, ২৮-৩৫ বছর ২৬ শতাংশ, ৩৬-৫০ বছর ৩০ শতাংশ এবং ৫০ বছরের ঊর্ধ্ব ছিলেন ১৯ শতাংশ।