শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য এবার যে সুবিধা নিয়ে এলো গুগল

গুগল এখন শিক্ষার্থীদের জন্য চালু করেছে নতুন এক এআই সুবিধা, যার নাম Guided Learning। এটি এমন একটি স্মার্ট প্রযুক্তি, যা শিক্ষার্থীদের শেখার পদ্ধতি আরও সহজ, আকর্ষণীয় ও ব্যক্তিকেন্দ্রিক করে তুলবে।

এই সুবিধাটি তৈরি হয়েছে গুগলের শিক্ষা ও গবেষণাভিত্তিক ভাষা মডেল LearnLM-এর ওপর ভিত্তি করে। Guided Learning এমনভাবে কাজ করে, যাতে শিক্ষার্থীরা ধাপে ধাপে কোনো বিষয় বুঝতে পারে এবং নিজের মতো করে চিন্তা করতে শেখে।

এই প্রযুক্তিতে কী কী থাকছে?

ধাপে ধাপে বোঝানো : যেকোনো জটিল বিষয় সহজ করে ধাপে ধাপে ব্যাখ্যা করে।

ছবি, ভিডিও ও কুইজ : শুধু লেখায় নয়, শেখার জন্য ব্যবহার করা হচ্ছে ছবি, ডায়াগ্রাম, কুইজ ও ভিডিও—যাতে শেখা হয় আরও মজার ও সহজ।

চিন্তা করার সুযোগ : এমন প্রশ্ন করা হয়, যেগুলোর উত্তর খুঁজতে গিয়ে শিক্ষার্থীরা বিশ্লেষণ করতে শেখে, শুধু মুখস্থ নয়।

বন্ধুসুলভ ও নিরাপদ : শিক্ষার্থীরা যেন নির্ভয়ে যে কোনো প্রশ্ন করতে পারে, এমনভাবেই এটি তৈরি করা হয়েছে। যে প্রশ্নগুলো ক্লাসে জিজ্ঞেস করতে লজ্জা পায়, সেগুলোর উত্তরও এখানে সহজে পাওয়া যাবে।

শিক্ষকের জন্যও সুবিধা
শিক্ষকরাও এই এআই সুবিধা ব্যবহার করতে পারবেন। তারা শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট প্রশ্ন বা লার্নিং লিংক শেয়ার করতে পারবেন ও Guided Learning-কে Google Classroom-এর সঙ্গে যুক্ত করতে পারবেন। এতে করে তাদের জন্য ক্লাসের বাইরেও শেখার সুযোগ তৈরি হবে।

গুগলের এই নতুন এআই সুবিধা শিক্ষার্থীদের শেখার ধরন অনুযায়ী কাজ করে, তাদের আগ্রহ বাড়ায় এবং প্রশ্ন করতে উৎসাহিত করে। প্রযুক্তির এমন ব্যবহারে শিক্ষায় নতুন মাত্রা যোগ হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *