বাংলাদেশ সীমান্তে আদিবাসীদের অস্ত্রের লাইসেন্স দিচ্ছে ভারত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বসবাসরত আদিবাসীদের অস্ত্রের লাইসেন্স দেওয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।

কট্টর হিন্দুত্ববাদী হিসেবে পরিচিত আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার এই উদ্যোগে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি এক বক্তব্যে হিমন্ত বিশ্বশর্মা দাবি করেন, অসমীয়া ভাষাভাষী জনগণ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা এমনকি নিজেদের গ্রামেও হামলার হুমকির মুখে রয়েছে। এর পরপরই গত বুধবার তিনি একটি বিশেষ ওয়েবসাইট চালুর ঘোষণা দেন,

যেখানে সংবেদনশীল এলাকায় বসবাসরত এবং নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত আদিবাসীরা অনলাইনে অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন।

ভারতে সাধারণত অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর। কিন্তু রাজ্যজুড়ে লাইসেন্স প্রক্রিয়া সহজ করে দেওয়ায় বিরোধী দলগুলো সমালোচনায় মুখর। আসাম রাজ্যের বিরোধীদলীয় কংগ্রেস নেতা গৌরব গগৈ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, এই পদক্ষেপ গ্যাং সহিংসতা ও ব্যক্তিগত প্রতিশোধমূলক অপরাধ বাড়িয়ে তুলবে। তাঁর ভাষায়, “এটি সুশাসন নয়, বরং আইনহীনতার দিকে বিপজ্জনক অগ্রযাত্রা।”

এএফপির প্রতিবেদনে আরও বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা হিমন্ত বিশ্বশর্মা অসমীয়া সংখ্যাগরিষ্ঠদের সমর্থন জোরদার করতে দীর্ঘদিন ধরেই প্রচারণা চালাচ্ছেন। অস্ত্রের লাইসেন্স উন্মুক্ত করার এ উদ্যোগও সেই রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে।

এএফপির প্রতিবেদন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *