যুক্তরাজ্যে আ.লীগ নেতাদের সম্পত্তি বিক্রির হিড়িক

যুক্তরাজ্যে বসবাসকারী সাবেক ক্ষমতাসীনদের বিলাসবহুল সম্পত্তি কেনাবেচা, স্থানান্তর ও পুনঃঋণায়নের তথ্য উঠে এসেছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এবং আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’র যৌথ অনুসন্ধানে উঠে এসেছে বহু চাঞ্চল্যকর তথ্য।

গত মে মাসে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ দমন সংস্থা (এনসিএ) হাসিনার সাবেক উপদেষ্টা ও বেক্সিমকোর ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজার মালিকানাধীন প্রায় ১ হাজার ৪৬৯ কোটি টাকার অ্যাপার্টমেন্ট জব্দ করে।

এরপর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা প্রায় ২ হাজার ৭৭৬ কোটি টাকার ৩০০-এর বেশি সম্পত্তি জব্দ হয়। তদন্তে দেখা গেছে, গত এক বছরে যুক্তরাজ্যের জমি নিবন্ধন প্রতিষ্ঠানে কমপক্ষে ২০টি সম্পত্তি লেনদেনের আবেদন জমা

পড়েছে। যার মধ্যে রয়েছে- বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহানের নামে নাইটসব্রিজের চারতলা বাড়ি-প্রথমে হস্তান্তর, পরে বিক্রি এক অজ্ঞাত হিসাবরক্ষকের মালিকানাধীন কোম্পানির কাছে (৭.৩৫ মিলিয়ন পাউন্ড)।

তার ভাই শাফিয়াত সোবহানের নামে সারে’র ভার্জিনিয়া ওয়াটারে ৮ মিলিয়ন পাউন্ডের ম্যানসন লেনদেনের প্রমাণ। সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান গত জুলাইয়ে রিজেন্টস পার্কের ১০ মিলিয়ন পাউন্ডের টাউনহাউস বিক্রি করেন, সঙ্গে আরও তিনটি ‘রিফাইন্যান্স’ আবেদন।

খবর দ্য গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *