
রংপুরের মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চিথলী দক্ষিণপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর আড়াইটা নাগাদ সোহাগ মিয়ার বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
প্রবল আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশেপাশের ঘরে। এতে সোহাগ মিয়ার পাশাপাশি প্রতিবেশী দুলাল মিয়া ও আব্দুল মান্নানের বাড়ি সহ মোট ছয়টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, ঘরে থাকা আসবাবপত্র, পোশাক, খাদ্যদ্রব্য, নগদ টাকা ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রসহ অন্তত ১০ লাখ টাকার সম্পদ আগুনে ভস্মীভূত হয়েছে।
খবর পেয়ে মিঠাপুকুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে প্রায় দেড় ঘণ্টা সময় লাগে। ফায়ার সার্ভিসের ওয়্যারিং ইন্সপেক্টর মশিউর রহমান বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের উৎপত্তির সম্ভাবনা রয়েছে।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য স্থানীয় প্রশাসনের কাছে সরকারি সহায়তার আবেদন জানানো হয়েছে।