পাকিস্তানে ৪৮ চীনা নাগরিকসহ ১৪৯ জন গ্রেপ্তার, আছে বাংলাদেশিও

একটি ‘জালিয়াতি সেন্টারে’ অভিযান চালিয়ে ১৪৯ জনকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭১ জন বিদেশি, যাদের মধ্যে ৪৮ চীনা নাগরিকের পাশাপাশি বাংলাদেশিও আছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) পাকিস্তানের জাতীয় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি এ তথ্য জানিয়েছে। তবে বাংলাদেশি কতজন কিংবা তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, অভিযানের সময় একটি বৃহৎ ‘কল সেন্টার’ উন্মোচিত হয়েছে। তারা ‘পঞ্জি স্কিম’ এবং বিনিয়োগ সংশ্লিষ্ট জালিয়াতির সঙ্গে জড়িত।

বিবৃতিতে বলা হয়, এই প্রতারণামূলক নেটওয়ার্কের মাধ্যমে জনসাধারণকে প্রতারিত করা হচ্ছিল এবং বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে সংগ্রহ করা হচ্ছিল।

সংস্থাটি আরও জানিয়েছে, চক্রটি দেশের পূর্বাঞ্চলে ফয়সালাবাদ শহরে সরকারি সংস্থা ‘ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি’র প্রাক্তন চেয়ারম্যানের ছেলে তাশিন আওয়ানের বাসভবন থেকে নেটওয়ার্ক পরিচালনা করছিল। একটি গোপন তথ্যের ভিত্তিতে তাদের ধরা হয়।

গ্রেপ্তারকৃতদের সকলকে হেফাজতে রাখা হয়েছে। তাদের মধ্যে ৭৮ জন পাকিস্তানি এবং ৪৮ জন চীনা, পাশাপাশি নাইজেরিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কা, বাংলাদেশ, জিম্বাবুয়ে এবং মায়ানমারের নাগরিক রয়েছে। ১৪৯ জনের মধ্যে প্রায় ১৮ জন নারী রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *