
প্রখ্যাত অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের বলেছেন, “আপনি আপাতত ‘ইয়া নাফসি ইয়া নাফসি’ বলা শুরু করুন। কারণ আপনি যা করেছেন, তার অনেক কিছুই সিসিটিভির আওতার বাইরে।
যখন সেসব সামনে আসবে, তখন কী ব্যাখ্যা দেবেন—তা আগেভাগেই ভেবে রাখা ভালো। সোমবার (৩০ জুন) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
যদিও কারও নাম উল্লেখ করেননি, তবে বক্তব্যের সুরে পরোক্ষভাবে কারও উদ্দেশেই যেন বার্তা দিয়েছেন। তিনি আরও লেখেন, “সাধারণ নাগরিকদের জীবন সাধারণই থাকে। তারা রাতারাতি ধনী হয় না, প্রথমবার বিদেশে গিয়ে অন্যের অর্থে বিলাসবহুল
ফ্যাশন ব্র্যান্ড কিনে ফেরে না, ইচ্ছে হলেই দুবাই উড়ে গিয়ে সেখানকার মলে দেদারসে কেনাকাটা করে না। সাধারণ মানুষ চুক্তি জালিয়াতি করে টাকা লোপাট করে না, নিষিদ্ধ গোষ্ঠীর হাতে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ তুলে দিয়ে কমিশনের ব্যবস্থা করে না।”
সরকার প্রসঙ্গে তিনি লেখেন, “‘আর সরকার? সেটা হতে হয় জনগণের ভোটে, কারো কাঁধে চড়ে নয়। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কভার লোকেশনে গিয়ে তাদের টেকনিক্যাল ম্যানুয়াল, বিমানে চাকরীরত সেনাপ্রধানের পেছনের সিটে বসে তাঁকে রেকর্ড করে নিয়ে আসা লোক আমরা, অপরাধের কেন্দ্রে গিয়ে তথ্য বের করে আনতে বদ্ধপরিকর।”
তিনি আরও যোগ করেন, “আমাকে যারা তথ্য দেন, তাঁরা এই দেশের প্রকৃত সন্তান। তারা বাটপারি করে নিজ বাবার নামে ঠিকাদারির লাইসেন্স নেয় না। আর যখন ধরা পড়ে, তখন বলে—‘আমি তো জানতামই না!’ তাই বলছি, যা যা করেছেন, সব প্রকাশ পেলে কী বলবেন সেই ‘স্ক্রিপ্ট’ তৈরি রাখুন।”