নে’তানিয়াহুর মুখোশ খুলে দিল ইসরায়েলি আ’দালত!

ইসরায়েলের একটি আদালত দুর্নীতি মামলায় সাক্ষ্য দেওয়ার সময় পিছিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আবেদন খারিজ করে দিয়েছে।

বৃহস্পতিবার নেতানিয়াহুর আইনজীবী আদালতে জানান, ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর প্রধানমন্ত্রীকে “নিরাপত্তাজনিত বিষয়গুলোর” ওপর মনোযোগ দিতে হচ্ছে, তাই আগামী দুই সপ্তাহের শুনানি থেকে তাকে অব্যাহতি দেওয়া হোক।

তবে জেরুজালেম জেলা আদালত অনলাইনে প্রকাশিত এক রায়ে জানায়, “বর্তমান আকারে এই অনুরোধ শুনানি বাতিলের জন্য যথাযথ ভিত্তি বা বিস্তারিত যুক্তি উপস্থাপন করেনি।”

নেতানিয়াহু শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন। তার সমর্থকরা এই দীর্ঘদিন ধরে চলা মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে থাকেন।

এই মামলার একটি অংশে নেতানিয়াহু ও তার স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে বিলিয়নিয়ারদের কাছ থেকে সিগার, গয়না ও শ্যাম্পেনসহ প্রায় ২ লাখ ৬০ হাজার ডলারের বিলাসবহুল উপহার নেওয়ার অভিযোগ রয়েছে, যার বিনিময়ে তারা রাজনৈতিক সুবিধা দিয়েছেন বলে দাবি করা হয়েছে।

আরও দুটি মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের দুটি সংবাদমাধ্যমের কাছ থেকে নিজের পক্ষে ইতিবাচক সংবাদ কাভারেজ পেতে সুবিধাজনক চুক্তির চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে।

এদিকে বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মামলা সম্পর্কে মন্তব্য করে একে “উইচ-হান্ট” বা ষড়যন্ত্রমূলক মামলার আখ্যা দেন। তিনি বলেন, এই বিচার “তাৎক্ষণিকভাবে বাতিল করা উচিত, অথবা এই মহান বীরকে ক্ষমা করে দেওয়া উচিত।”

সূত্র: আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *