যে কারণে আজ থেকে দেশের সব সোনার দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ!

রাজধানীর তাঁতীবাজার থেকে জুয়েলারি শিল্পমালিকদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)-এর সহ-সভাপতি রিপনুল হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে দেশের সব জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি। আজ বৃহস্পতিবার (২৯ মে) থেকে এই কর্মসূচি শুরু হচ্ছে বলে বুধবার (২৮ মে) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহ-সভাপতি রিপনুল হাসানকে ‘মিথ্যা ও হয়রানিমূলক মামলায়’ গতকাল সন্ধ্যায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই দেশজুড়ে জুয়েলারি দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। একই সঙ্গে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বাজুস।

বাজুসের এক সিনিয়র সদস্য জানিয়েছেন, গত আগস্টের রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতার পালাবদলের পর থেকে রিপনুল হাসানের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। বুধবার সন্ধায় তাকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা বা ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, তবে তিনি কোনো সাংগঠনিক পদে ছিলেন না।

এই পরিস্থিতিতে দেশের স্বর্ণ ব্যবসায় এক অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *