
ভারত-পাকিস্তান সম্পর্ক যখন চরম উত্তেজনায়, তখন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ কড়া ভাষায় আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তিনি অভিযোগ করেছেন, কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক ভয়াবহ হামলাকে বিজেপি
সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। এই ঘটনাকে ‘নাটক’ বলে অভিহিত করে তিনি বলেন, সরকারের একমাত্র লক্ষ্য হচ্ছে জনগণের আবেগকে পুঁজি করে নির্বাচনী ফায়দা তোলা।
শনিবার হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাকিস্তান হুমকি দিয়েছে যে, যদি ভারত সিন্ধু নদীর ওপর বাঁধ নির্মাণ করে, তবে তারা তা গুঁড়িয়ে দেবে। ভারত এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি।
এই ঘটনার পটভূমিতে কীর্তি আজাদ মন্তব্য করেন, “দেশের গোয়েন্দা বিভাগ পুরোপুরি ব্যর্থ। অন্যদিকে বিজেপি পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে সরব, অথচ দেশের ভেতরে জঙ্গি প্রবেশ করছে, আর তারা যুদ্ধ যুদ্ধ খেলা করছে।”
তিনি আরও কটাক্ষ করে বলেন, “বিজেপি আসলে শুধু ‘টাই টাই ফিস ফিস, ঠনঠন গোপাল’ করছে।” কীর্তি আজাদের বক্তব্যে স্পষ্ট যে, তিনি মোদি সরকারের জাতীয় নিরাপত্তা নীতির সমালোচনার পাশাপাশি,
রাজনৈতিক উদ্দেশ্যে সীমান্ত পরিস্থিতিকে কাজে লাগানোর কৌশল নিয়েও প্রশ্ন তুলেছেন।
সূত্র: https://bangla.hindustantimes.com/bengal/districts/tmc-mp-kirti-azad-attacks-nda-govt-not-for-taking-any-bold-steps-against-pakistan-after-pahalgam-attack-31746272036696.html