হাসিনাকে ফেরাতে নতুন কৌশলে সরকার

হাসিনাকে ফেরাতে নতুন কৌশলে সরকার

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ কূটনৈতিক ও আইনি উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

জুলাই অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে ফেরানোর বিষয়টি এখন সরকারের অগ্রাধিকার বলে তিনি জানান।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে আসিফ নজরুল বলেন, প্রয়োজন হলে সরকার এই বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতেও (আইসিসি) যাওয়ার কথা বিবেচনা করছে। দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে রায় কার্যকর করতে সব ধরনের আন্তর্জাতিক আইনি পথই খোলা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আইন উপদেষ্টা আরও জানান, ভারত সরকারকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হচ্ছে।

তার মতে, দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশে ন্যায়বিচারের প্রত্যাশাকে সম্মান জানানো উচিত ভারতের। তিনি আশা প্রকাশ করেন যে, প্রতিবেশী দেশটি আন্তর্জাতিক নীতিমালার প্রতি দায়বদ্ধ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *