
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা দ্বিগুণ করেছে অর্থ মন্ত্রণালয়। বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণে প্রশিক্ষক সম্মানি ও প্রশিক্ষণ ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন বৃহস্পতিবার (১৪ আগস্ট) জারি হয়।
নতুন হার অনুযায়ী, তৃতীয় গ্রেড বা যুগ্ম সচিব ও তদূর্ধ্ব পর্যায়ের প্রশিক্ষকরা প্রতি ঘণ্টায় ৩,৬০০ টাকা পাবেন (আগে ২,৫০০ টাকা)। চতুর্থ ও পঞ্চম গ্রেড বা উপসচিব ও তদনিম্ন পর্যায়ের প্রশিক্ষকরা পাবেন ৩,০০০ টাকা (আগে ২,০০০ টাকা)।
প্রশিক্ষণার্থীদের ক্ষেত্রে গ্রেড-৯ ও তদূর্ধ্ব প্রতিদিন ১,২০০ টাকা (আগে ৬০০), গ্রেড-১০ ও নিম্ন পর্যায় ১,০০০ টাকা (আগে ৫০০) পাবেন। কোর্স পরিচালকের সম্মানি প্রতিদিন ২,০০০ টাকা (আগে ১,৫০০), সমন্বয়কের ১,৫০০ টাকা (আগে ১,২০০) এবং সাপোর্ট স্টাফদের ১,০০০ টাকা (আগে ৫০০) নির্ধারণ করা হয়েছে।
এ ভাতা কেবল মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরের নিজস্ব অভ্যন্তরীণ প্রশিক্ষণে প্রযোজ্য হবে। মাঠ পর্যায়ের জন্য সদর দপ্তরের প্রশিক্ষণ, প্রকল্পভিত্তিক প্রশিক্ষণ বা দিনব্যাপী নয় এমন প্রশিক্ষণে এটি প্রযোজ্য হবে না। আদেশ জারির তারিখ থেকে নতুন হার কার্যকর হবে।