
ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর পর থেকেই ক্রীড়াপ্রেমীদের মধ্যে এর উন্মাদনা তুঙ্গে। বলিউডের শাহরুখ খান, জুহি চাওলা, প্রীতি জিন্তার মতো তারকারা ইতিমধ্যেই নিজেদের আইপিএল দল কিনেছেন।
স্বাভাবিকভাবেই ভক্তদের মনে প্রশ্ন জাগে— শাহরুখের মতো সালমান খানও কি কখনো আইপিএল দলের মালিক হবেন?
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রশ্ন করা হয় সালমান খানকে। জবাবে তিনি হাসতে হাসতে বলেন, ‘আইপিএল টিম কেনার মতো বয়স নেই আর! বুড়ো হয়ে গেছি।’
সালমান জানান, ২০০৮ সালে তার কাছেও আইপিএল দল কেনার প্রস্তাব এসেছিল। তবে তিনি তাতে রাজি হননি। ভাইজানের ভাষায়, ‘এ নিয়ে আমার কোনো অনুশোচনা নেই। আমি মজাতেই রয়েছি।’
সব মিলিয়ে বোঝা যাচ্ছে, অদূর ভবিষ্যতে সালমান খানের আইপিএল দল কেনার কোনো পরিকল্পনা নেই। তবে তার এই রসিক মন্তব্য ইতিমধ্যেই ভক্তদের মাঝে হাস্যরসের জন্ম দিয়েছে।