
পৃথিবীর দিকে এগিয়ে আসছে এক বিশাল গ্রহাণু। নাসা ও ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইস্রো জানিয়েছে, প্রাচীন মিশরীয় দেবতার নামে নামকরণ করা এ গ্রহাণুর নাম অ্যাপোফিস।
বিজ্ঞানীদের অনুমান, ২০২৯ সালের ১৩ এপ্রিল গ্রহাণুটি পৃথিবীর একেবারেই কাছাকাছি চলে আসবে। ৩৪০ থেকে ৪৫০ মিটার ব্যাসের এই গ্রহাণুটি আঘাত হানলে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা রয়েছে।
ইস্রো চেয়ারম্যান এস সোমনাথ এনডিটিভিকে বলেন, “এ ধরনের বড় গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়লে মানবসভ্যতার অস্তিত্বই সংকটে পড়বে।” ইস্রোর স্যাটেলাইট নজরদারি প্রকল্প ‘নেত্র’ ইতোমধ্যেই এর গতিবিধি পর্যবেক্ষণ করছে।
২০০৪ সালে প্রথম আবিষ্কৃত হয় অ্যাপোফিস। ২০২৯ সালে এর পৃথিবীর সঙ্গে সংঘর্ষের আশঙ্কা কম থাকলেও, একে ঘিরে উদ্বেগ বাড়ছে। কিছু গবেষণা বলছে এটি পৃথিবীর গা ঘেঁষে চলে যাবে, আবার কিছু বিজ্ঞানী সম্ভাব্য বিপর্যয় নিয়ে সতর্ক করেছেন।
যদি ২০২৯ সালে পৃথিবী ঝুঁকি এড়িয়ে যেতে পারে, তবে ২০৩৬ সালে আবারও আতঙ্ক তৈরি করবে অ্যাপোফিসের সম্ভাব্য আগমন।
সূত্র: https://www.youtube.com/watch?v=dXNyPo_9aV4