সাবেক এমপি কামারুজ্জামান মারা গেছেন

কুমিল্লার দক্ষিণাঞ্চলের মানুষের হৃদয়ে বিশেষ স্থান দখল করে নেওয়া বিশিষ্ট চিকিৎসক ও শিক্ষানুরাগী, সাবেক সংসদ সদস্য ডা. একেএম কামারুজ্জামান আর নেই।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৭ বছর।

ডা. কামারুজ্জামান দীর্ঘদিন ধরে কুমিল্লার নাঙ্গলকোট ও আশপাশের এলাকায় চিকিৎসাসেবা দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিলেন। অসহায় ও দরিদ্র রোগীদের পাশে দাঁড়ানো, মানবিক সেবা ও আন্তরিক ব্যবহারের জন্য তিনি ছিলেন সর্বজনের শ্রদ্ধাভাজন।

তিনি ছিলেন নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী। নাঙ্গলকোট ও দক্ষিণ কুমিল্লাজুড়ে তিনি বহু স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তার উদ্যোগে গড়ে ওঠা এসব শিক্ষাপ্রতিষ্ঠান আজও এলাকার শিক্ষার্থীদের আলোকিত করছে।

তিনি প্রতিষ্ঠা করেছেন- নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ, ডা. জামানস ক্লিনিক ও হাসপাতাল, নাঙ্গলকোট বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, ডা. জামানস কিন্ডারগার্টেন, বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, হাছান-জামিলা ফাউন্ডেশনসহ বহু প্রতিষ্ঠান।

পারিবারিক সূত্র জানায়, তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে শেষপর্যন্ত মৃত্যু ঘটে।

ডা. কামরুজ্জামানের স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য শুভানুধ্যয়ী রয়েছেন। তার মৃত্যুতে নাঙ্গলকোটসহ দক্ষিণ কুমিল্লার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *