পরাজয় মেনে নিতে পারে না ছাত্রদল, স্বতন্ত্র ভিপি প্রার্থী ‘জিতু’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্যানেলের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী আব্দুর রশিদ জিতু বলেছেন, ‘পরাজয় বরণ করার সাহসী মনোভাব ছাত্রদলের নেই।’

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। জিতু বলেন, ‘ভিত্তিহীন অভিযোগ তুলে কথায় কথায় নির্বাচন বর্জন করা আসলে নির্বাচনি পরিবেশ ব্যাহত করে।

শিক্ষার্থীরা এটিকে ভালোভাবে নিচ্ছে না। জাকসু নির্বাচনে ভোট বর্জন ছাত্রদলের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু জয়-পরাজয় যাই হোক আমরা তা মেনে নেব।’

এদিন সকাল ৯টায় জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৯ জন প্রার্থী।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র হল ও ১০টি ছাত্রী হলের ৩১৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৬৭ জন প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে মোট ভোটার ১১ হাজার ৯১৯ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১০২ এবং ছাত্রী ৫ হাজার ৮১৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *