
ঋণ খেলাপির টাকা আদায়ে এক ব্যাংক কর্মকর্তা অভিনব কৌশল অবলম্বন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি ঋণগ্রহীতার বাসার সামনে দাঁড়িয়ে জাহাঙ্গীর নামের এক গ্রাহককে উদ্দেশ্য করে বারবার ডাকছেন এবং তার কাছে ছয় কোটি টাকা পাওনা দাবি করছেন।
ভিডিওতে ওই কর্মকর্তা বলতে শোনা যায়, “আপনার স্ত্রীকে নামান। আপনাদের কাছে আমাদের ছয় কোটি টাকা পাওনা। আমাদের টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছেন, কিস্তির টাকাতো দেনই না। ছয় বছর ধরে দেন না। এই বাটপার জাহাঙ্গীর, নিচে নামেন।”
তিনি আরও অভিযোগ করেন, টাকা পরিশোধের বদলে জাহাঙ্গীর নাকি ভাড়া করা গুন্ডাদের দিয়ে ভয় দেখাচ্ছেন। ভিডিওতে ওই কর্মকর্তাকে বলতে শোনা যায়,
“আপনারা ভয় দেখালে গুন্ডা ভাড়া করেন, গুন্ডা পাঠান। জামা কাপড় খুলে ফেলবেন, লেকের মধ্যে চুবাবেন বলে হুমকি দেন। কিন্তু আমাদের ছয় কোটি টাকা আপনার কাছে।
সঙ্গে থাকা কর্মকর্তারাও অভিযোগ করেন, জাহাঙ্গীর বিশাল ফ্ল্যাট কিনে থাকলেও বছরের পর বছর ধরে ব্যাংকের ঋণ শোধ করছেন না।
তবে ভিডিওতে সংশ্লিষ্ট ব্যাংকের নাম বা কর্মকর্তাদের পরিচয় স্পষ্টভাবে জানা যায়নি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে।
সূত্র: https://www.youtube.com/watch?v=0M1LDB4zBRo