
সর্বজনীন পেনশন স্কিমের গ্রাহকরা এখন তাঁদের জমা টাকার বিপরীতে ঋণ নিতে পারছেন। এক মাস আগে চালু হওয়া এই সুবিধায় অনলাইনে আবেদন করলেই ঋণের টাকা সরাসরি ব্যাংক হিসাবে জমা হয়।
ইতিমধ্যে ৯২টি আবেদন জমা পড়েছে, যার মধ্যে ১১টি নিষ্পত্তি হয়েছে। ঋণ পেতে হলে চাঁদা নিয়মিত পরিশোধ থাকতে হবে এবং হিসাবের ভারসাম্য ন্যূনতম এক লাখ টাকা হতে হবে।
জমা টাকার ৫% থেকে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ঋণ নেওয়া যাবে। পরিশোধের সময়সীমা দুই বছর, মোট ২৪ কিস্তিতে টাকা ফেরত দিতে হবে। শেষ কিস্তিতে ২% সেবা মাশুল ধরা হলেও তা গ্রাহকের হিসাবেই জমা হবে।
আবেদনের জন্য জাতীয় পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইটে (http://www.upension.gov.bd) লগইন করে ‘ঋণের আবেদন’ অপশন বেছে নিতে হবে। আবেদন প্রক্রিয়া শেষ করলে অনুমোদনের পর টাকা ব্যাংক হিসাবে চলে যাবে।
বর্তমানে প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাস—এই চারটি স্কিমে প্রায় পৌনে চার লাখ গ্রাহক যুক্ত আছেন। ২০২৩ সালের ১৭ আগস্ট চালু হওয়া এই কর্মসূচির লক্ষ্য হলো কর্মজীবী, অনিয়মিত আয়ের মানুষ ও প্রবাসীদের জন্য পেনশন সুবিধা নিশ্চিত করা।