পার্লামেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, এক রাতেই সব পুড়ে ছাই

মার্শাল দ্বীপপুঞ্জের জাতীয় পার্লামেন্ট ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে এক রাতেই পুড়ে ছাই হয়ে গেছে পার্লামেন্ট ভবন।মঙ্গলবার (২৬ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির ফায়ার সার্ভিস ও পুলিশ বিভাগ জানিয়েছে, রাতে লাগা আগুনে পার্লামেন্ট ধ্বংস হয়ে গেছে। স্থানীয় সময় মঙ্গলবার আগুন লাগার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

মার্শাল দ্বীপপুঞ্জের দমকল বিভাগ জানায়, পার্লামেন্ট ভবনের অর্ধেক অংশ সম্পূর্ণভাবে পুড়ে গেছে এবং বাকি অংশ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে পুলিশের এক কর্মকর্তা বলেন,

পার্লামেন্ট ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বিশ্বের নির্জন দ্বীপসমূহের মধ্যে অবস্থিত এই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ মার্শাল দ্বীপপুঞ্জ। দেশটিতে মোট ৪২ হাজার জনসংখ্যা রয়েছে। তাদের অর্ধেকের বেশি রাজধানী মাজুরোতে বসবাস করেন।

মার্শাল দ্বীপপুঞ্জ যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘কম্প্যাক্ট অব ফ্রি অ্যাসোসিয়েশন’ চুক্তির আওতায় রয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র দেশটিকে অর্থনৈতিক সহায়তা প্রদান করে এবং দেশটিতে সামরিক প্রবেশাধিকার পায়। এ ছাড়া দেশটি তাইওয়ানকে কূটনৈতিকভাবে স্বীকৃতি দিয়েছে।

রয়টার্স জানিয়েছে, রাষ্ট্রপতি হিলডা হেইনের মুখপাত্র এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।

প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি এবং কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *