কে জিতবে ডাকসু নির্বাচনে? পিনাকীর যে ‘ভবিষ্যদ্বাণী’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী ৯ সেপ্টেম্বর। ইতোমধ্যে মনোনয়নপত্র গ্রহণের সময় শেষ হয়েছে। ছাত্রদল, ছাত্রশিবির ও অন্যান্য সংগঠনগুলো তাদের নিজস্ব প্যানেল ঘোষণা করেছে।

ডাকসু নির্বাচন নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আলোচিত লেখক, গবেষক ও জনপ্রিয় অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। বুধবার (২০ আগস্ট) দেওয়া পোস্টে তিনি ডাকসু নির্বাচন নিয়ে দুটি ভবিষ্যদ্বাণী করেছেন।

এমটিনিউজ২৪.কম পাঠকদের জন্য তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো। “ডাকসু নির্বাচন নিয়ে আমার প্রেডিকশন বলি। ছাত্র শিবির ভিপি, জি এস সহ বেশীরভাগ আসনে জিতবে। হলগুলোতে কিছু আসন ভাগাভাগি হবে।

শিবিরের বিজয় হবে ফেনোমেনাল। ভোটের তফাৎ হবে প্রচুর। এই নির্বাচন শেষ পর্যন্ত বাঙ্গু স্যেকুলার এস্টাব্লিশমেন্ট হতে দেবে কিনা শেষ পর্যন্ত এটাই দুশ্চিন্তা। খুব খারাপ কিছু ঘটিয়ে নির্বাচন স্থগিত করে দিতে পারে।

বিশেষ করে বামেরা শেষ মুহুর্তে নির্বাচন বয়কট করতে পারে। একটা ইসলামপন্থী দল ফেয়ার নির্বাচনে জিতে আসবে এর চাইতে বড় দু:স্বপ্ন বাঙ্গু পোগতিশিল, ভারত বা পশ্চিমাদের নাই।

কিন্তু ঠিকভাবে নির্বাচন হলে এইটার ফলাফল হবে বাংলাদেশের রাজনীতিতে সুদুরপ্রসারি। সেইটা শুধু বাঙ্গু পোগতিশিলেরা না সম্ভবত ইসলামপন্থীরাও ঠাহর করতে পারতেছে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *