
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এজন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তথ্য সংগ্রহ করা হবে।
এই কাজের জন্য ইতোমধ্যে একটি বিশেষ সফটওয়্যার তৈরি করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক মো. ইউনুছ ফারুকী নিজ দপ্তরে এ তথ্য জানান।
সূত্র জানায়, এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের তথ্য সংগ্রহের জন্য তৈরি করা সফটওয়্যারের ডেমো গত রোববার শিক্ষা মন্ত্রণালয় এবং মাউশির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে প্রদর্শন করা হয়। এই সফটওয়্যারের মাধ্যমে প্রতিটি প্রতিষ্ঠানের প্রধান তাদের স্কুল বা কলেজে কর্মরত শিক্ষকদের তথ্য ইনপুট করবেন।
আগামী ৭ জুলাই থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সফটওয়্যারে প্রবেশের এক্সেস দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে।