
পিরোজপুরে জেলা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক মারুফ হাসান ওরফে মারুফ পোদ্দার (৪৮) কে চাঁদাবাজি মামলায় গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে শহরের আবাসিক বিলাস হোটেলে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে তাকে আটক করা হয়।
একইদিন শুক্রবার দুপুরে বালু ব্যবসায়ী জুয়েল শেখ বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মারুফসহ পাঁচজনের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবী এবং হাত-পা বেঁধে মারধর ও জীবনের হুমকির অভিযোগ এনে মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মারুফ একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে আসছিলেন।
এ কারণে ২০২৪ সালের ১০ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুবদল। চলতি মাসের গত (৫ আগস্ট) দুপুরে বলেশ্বর ব্রিজ সংলগ্ন মামলার বাদী জুয়েলের অফিসে গিয়ে পূর্বের দাবিকৃত
৫ লাখ টাকা চাইলে জুয়েল তা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে মারুফ ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে জুয়েলকে এলোপাথারি পেটাতে থাকেন। জুয়েলের সহযোগী রিপন বাধা দিলে তাকেও মারধর করা হয়।
একপর্যায়ে অফিসের ভেতরে ঢুকে জুয়েলের হাত-পা বেঁধে পুনরায় পিটিয়ে আহত করা হয়।পরে জুয়েলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। চাঁদা না দিলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকিও দেন তারা।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল ইসলাম বলেন, “অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মারুফকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।