গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর নাতির যাবজ্জীবন

ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি সাবেক এমপি প্রজ্বল রেভান্নাকে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। শনিবার (২ আগস্ট) কর্ণাটকের একটি আদালত এই রায় ঘোষণা করে।

বিবিসি বলছে, ২০২৪ সালের এপ্রিল মাসে শত শত নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ার পর রেভান্না ভিডিওগুলো নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে তার অফিসের একজন কর্মকর্তা দাবি করেন, ভিডিওগুলো নকল বা সাজানো।

রেভান্না সব অভিযোগ অস্বীকার করলেও দোষী সাব্যস্ত হওয়ার পর গত শুক্রবার তিনি আদালতে কান্নায় ভেঙে পড়েন এবং শাস্তি কমানোর জন্য অনুরোধ জানান। তবে তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

রেভান্না ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি। দেবগৌড়ার দল জনতা দল (সেক্যুলার) বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপির মিত্র হিসেবে রয়েছে। ভারতের মতো দেশে এত প্রভাবশালী রাজনৈতিক পরিবারের কারো এভাবে সাজা পাওয়ার ঘটনা বিরল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *