একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা

একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা

একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ফেক ওয়েবসাইটের মাধ্যমে প্রতারিত হলে বোর্ড কর্তৃপক্ষ কোনোভাভেই দায় বহন করবে না বলে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করেছে আন্তঃশিক্ষা বোর্ড।

সোমবার (২৮ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাভুক্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে বোর্ডগুলোর নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে দেয়া পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করে আবেদন করতে হবে।

এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকরা কলেজে বিদ্যমান আসনসংখ্যা দেখে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবেন।

বোর্ডের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ফেক ওয়েবসাইটের বিজ্ঞাপন দ্বারা কোনো শিক্ষার্থী ও অভিভাবক প্রতারিত হলে বোর্ড কর্তৃপক্ষ কোনোক্রমেই এর দায় বহন করবে না বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়।

এর আগে গত ২৪ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখার উপসচিব মো. আব্দুল কুদদুসের সই করা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়।

নীতিমালা অনুযায়ী এবারও তিনটি ধাপে ভর্তির আবেদন নেয়া হবে। প্রথম ধাপে অনলাইন আবেদন শুরু হবে আগামী ৩০ জুলাই। এ ধাপে আবেদন প্রক্রিয়া চলবে ১১ আগস্ট পর্যন্ত।

প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে ২০ আগস্ট রাত ৮টায়। এরপর আরও দুই ধাপে আবেদন গ্রহণ, ফল প্রকাশ, নিশ্চায়ন ও চূড়ান্ত ভর্তি শেষে আগামী ১৫ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ক্লাস শুরু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *