অনেক দিন পর মাঠে নেমে ব্যাটে-বলে চেনা রূপে সাকিব

যখন বাংলাদেশ জাতীয় দল তরুণ ক্রিকেটারদের নিয়ে ব্যাটে-বলে ধুঁকছে, ঠিক তখনই ৩৮ বছর বয়সী তারকা সাকিব আল হাসান আন্তর্জাতিক অঙ্গনে নিজের জাত চেনাচ্ছেন। জাতীয় দলে উপেক্ষিত এই অলরাউন্ডার শুধু আলোই ছড়াননি,

রীতিমতো বিধ্বংসী পারফরম্যান্সে দলকে জিতিয়েছেন। প্রভিডেন্সে গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী ম্যাচে তার দল দুবাই ক্যাপিটালস ২২ রানে হারিয়েছে নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিস্ট্রিক্টকে।

ম্যাচে প্রথমে ব্যাট হাতে ৩৭ বলে ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে হার না মানা ৫৮ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন সাকিব। তার ব্যাটে চড়েই দুবাই ক্যাপিটালস ৭ উইকেটে ১৬৫ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়।

এক পর্যায়ে ১০৮ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল দুবাই, তখনই পাঁচ নম্বরে নেমে দলকে টেনে তোলেন সাকিব। এরপর বল হাতেও তিনি ছিলেন অপ্রতিরোধ্য। সাকিবের তোপেই সেন্ট্রাল ডিস্ট্রিক্ট ৮ উইকেটে ১৪৩ রানে থেমে যায়।

তিনি ৪ ওভার বল করে একটি মেইডেনসহ মাত্র ১৩ রান দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। সেন্ট্রাল ডিস্ট্রিক্টের প্রথম ৫ উইকেটের ৪টিই নেন সাকিব, যা প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে দেয়।

সাকিবের এই অলরাউন্ড পারফরম্যান্স আবারও প্রমাণ করলো যে, বয়স তার পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *