সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর খবরের সত্যতা!

আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে আশ্রয় নেওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুকের একটি পোস্টে দাবি করা হয়েছে, তিনি ২১ মে ভারতের বেঙ্গালুরুর দেবী শেঠি হাসপাতালে হৃদরোগজনিত জটিলতায় মারা গেছেন।

তবে এ খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। তারা জানায়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর পেছনে কোনও প্রমাণ মেলেনি। এই দাবি নিয়ে কোনো বিশ্বস্ত গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশ হয়নি।

রিউমর স্ক্যানার আরও উল্লেখ করে, এটি একটি ভুয়া ও বিভ্রান্তিকর গুজব, যার কোনো তথ্যভিত্তিক উৎস নেই।

সুতরাং, আসাদুজ্জামান খান কামালের মৃত্যুর খবরটি গুজব এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে ছড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *