আবারও আবহাওয়া অধিদপ্তরের জরুরি সতর্কতা!

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রবিবার (৪ মে) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে সম্পূর্ণ মেঘাচ্ছন্ন, সেই সঙ্গে বৃষ্টিপাত ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। তবে এ সময় দিনের তাপমাত্রায় তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। অধিদপ্তর আরও জানিয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টিপাত (ট্রেস পরিমাণ) রেকর্ড করা হয়েছে। এর আগে আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন অঞ্চলে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় এবং বজ্রপাতের সতর্কতাও জারি করেছিল। ঢাকাসহ চট্টগ্রাম,

কুমিল্লা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বিকেল পর্যন্ত বজ্রপাতের সতর্কতা অব্যাহত রয়েছে। এই ধরনের আবহাওয়ায় সাধারণ মানুষকে সতর্ক থাকা ও প্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে খোলা জায়গায় থাকা,

গাছের নিচে আশ্রয় নেওয়া বা ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহারে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।