দুনিয়ার ক্ষমতায় সুখ নেই,আবেদন করে ওসির পদ ছাড়লেন তিনি

আবেদন করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদ ছাড়লেন মো. এরশাদ আহমেদ। তার জায়গায় নতুন ওসি হিসেবে নিযুক্ত হয়েছেন পরিদর্শক তাসলিমা আক্তার। বুধবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা অফিস

আদেশে ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের নিরস্ত্র ইন্সপেক্টর তাসলিমা আক্তারকে বদলি করা হয়েছে। এর আগে মঙ্গলবার এরশাদ আহমেদকে বদলি করা হয়।

আজ আনুষ্ঠানিকভাবে বিমানবন্দর থানা থেকে এরশাদ আহমেদকে বিদায় জানানো হয়। এ সময় ডিএমপির উত্তরা বিভাগের ডিসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শক এরশাদ আহমেদ বলেন, দুনিয়ার ক্ষমতায় সুখ নেই,

আখেরাত বা পরকালের সুখের চিন্তায় ওসির পদ ছাড়তে ডিএমপিতে দরখাস্ত করি। তিনি বলেন, গত ২২ সেপ্টেম্বর বিমানবন্দর থানায় ওসি হিসেবে আমাকে বদলি করা হয়। ওই সময় রংপুর পুলিশের ট্রেনিং সেন্টার কর্মরত ছিলাম।

থানার ওসি হিসেবে যোগ দেওয়ার ইচ্ছা ছিল না। ওই সময় বিষয়টি রংপুর জেলার এসপিকে জানানো হয়। কিন্তু কোনো কাজ হয়নি। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথায় দেশের ক্রাইসিস মুহূর্তে বিমানবন্দর থানায় যোগ দেই।

তিনি আরও বলেন, বিমানবন্দরের পরিস্থিতি এমন পর্যায় ছিল যেকোনো পুলিশ কর্মকর্তা বা সদস্য থানা থেকে বের হওয়ার সাহস পাচ্ছিলেন না। ওই সময় বিমানবন্দর এলাকায় চলছিল বেবিচকের কর্মরতর ১২শ’ আনসার সদস্যদের বিদ্রোহ।

পরে বিষয়টি নিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। পুলিশের এ কর্মকর্তা বলেন, বিমানবন্দর থানায় যোগ দেওয়ার এক মাস না যেতেই ওসির পদ

থেকে অন্যত্র বদলি করার জন্য ডিএমপিতে দরখাস্ত করা হয়। গত মঙ্গলবার ডিএমপি থেকে বদলি আদেশ হাতে পাই। পুলিশের একাধিক কর্মকর্তা জানান, সাধারণত ওসি হওয়ার জন্য সবাই তদবির করেন।

সেখানে এরশাদ আহমেদ চার মাসের মাথায় আবেদন করে ওসির পদ ছেড়ে দিলেন।

যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ শুরু, অভিযোগ প্রমানিত হলে হবে যে বিচার!

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগের তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার

পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকেরও। সম্প্রতি লন্ডনের কেবিনেট মিনিস্টার অফিস থেকে টিউলিপ সিদ্দিককে অনানুষ্ঠানিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেখান থেকে বলা হয়েছে জিজ্ঞাসাবাদে টিউলিপ সিদ্দিক এই

বিষয়ের সাথে জড়িত নেই। তার রাশিয়া সফর ছিল পারিবারিক সফর। এক্ষেত্রে ব্রিটিশ সরকারের সাথে কোন সম্পর্ক ছিল না। আরও বলা হয়, কেবিনেট মিনিস্টার যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এটা অনানুষ্ঠানিকভাবে হলেও যদি এই বিষয়ে টিউলিপ

সিদ্দিকীর কোন প্রমাণ পাওয়া যায় তাহলে তাকে আনুষ্ঠানিকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আনুষ্ঠানিকভাবে জিজ্ঞাসাবাদ করার পরে যদি তার কোন অপরাধ প্রমাণিত হয়, তাহলে ব্রিটিশ আইন অনুযায়ী তার সাজা হবে।

এদিকে টিউলিপ সিদ্দিকী বারবার বলেছেন, তার সাথে অর্থ আত্মসাতের কোন সম্পৃক্ততা নেই। যুক্তরাজ্যের আওয়ামী লীগ থেকে বলা হয়েছে এ বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আওয়ামী লীগকে হেয় করার জন্য অথবা শেখ

হাসিনা পরিবারকে ছোট করার জন্য এটা করা হচ্ছে। বৃটেনের এন্টি করপশন যে তদন্তটি করছে যদি এই তদন্তে কোন ধরনের সংশ্লিষ্টতা পায় ব্রিটিশ সরকার তাহলে ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে উঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিবেন।

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ হলো, তিনি ২০১৩ সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সাথে একটি চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন, যেখানে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিল।

মূলত টিউলিপ সিদ্দিকের খালা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন যে ব্যাপক তদন্ত শুরু করেছে তারই আওতায় পড়েছেন টিউলিপ সিদ্দিক।

আইপিএলে দল না পেয়ে পাকিস্তান সুপার লিগ পিএসএলে ‘মুস্তাফিজ’

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরের খেলার আগ্রহ প্রকাশ করেছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশি এই পেসার ইতোমধ্যেই ড্রাফটের জন্য নাম জমা দিয়েছেন। আজ বুধবার (২৫ ডিসেম্বর) পিএসএলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মুস্তাফিজের পিএসএলের ড্রাফটে নাম দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মুস্তাফিজের ছবি পোস্ট করে তারা ক্যাপশনে লিখেছে, ‘বাংলাদেশের পেস সেনসেশন মুস্তাফিজ পিএসএলের ড্রাফটে নাম লিখিয়েছেন। আগামী ৮ এপ্রিল শুরু হবে পিএসএলের এবারের আসর। কাছাকাছি সময়ে আছে আইপিএলও। তাই আইপিএলে দল না পাওয়া ক্রিকেটাররা এবার পিএসএলের দিকে ঝুঁকছেন। মুস্তাফিজও তাদেরই একজন। আইপিএলে নাম দিয়েও দল পাননি এই বাঁহাতি পেসার।

গতবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। আসরে ৯ ম্যাচে ৯.২৬ ইকোনমি রেটে ১৪ উইকেট পেয়েছিলেন বাংলাদেশের এই পেসার। তাই এবারও দল পাওয়ার আশা ছিল তার। কিন্তু দুই কোটি ভিত্তি মূল্যেও তাকে কিনতে আগ্রহ দেখায়নি কেউ।

এদিকে মুস্তাফিজ এর আগেও পিএসএলে খেলেছেন। ২০১৭-১৮ মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলেছিলেন তিনি। পাঁচ ম্যাচে শিকার করেছিলেন চারটি উইকেট। সেবার তার ইকোনমি ছিল মাত্র ৬.৪৩।

পিএসএলের ড্রাফটে নাম লিখিয়েছেন বিশ্বের আরও কয়েকজন তারকা ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিটির সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ট্রেলিয়ার উসমান খাজা, ইংল্যান্ডের ডেভিড উইলি ও জেসন রয়ের নাম প্রকাশ করা হয়েছে।

ভারত-অস্ট্রেলিয়া সিরিজে দায়িত্বে বাংলাদেশি আম্পায়ার ‘সৈকত’

অস্ট্রেলিয়া-ভারত সিরিজে আর বাকি দুই ম্যাচ। বোর্ডার-গাভাস্কার ট্রফির বাকি দুই ম্যাচেই আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে।

প্রথম দিন ম্যাচ শেষে সিরিজে বিরাজ করছে ১-১ সমতা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় শুরু সিরিজের চতুর্থ তথা বক্সিং ডে টেস্ট। এই ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন সৈকত।

সিরিজের শেষ তথা পঞ্চম টেস্টে থাকবেন মাঠের আম্পায়ারের দায়িত্বে। সিডনিতে ম্যাচটি শুরু হবে আগামী ৩ জানুয়ারি। এর আগে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার টেস্ট সিরিজেও আম্পায়ারিং করেন আইসিসির এ ম্যাচ অফিসিয়াল। ডারবান টেস্টে ম্যাচ পরিচালনায় প্রশংসিত হয়েছেন সৈকত। নিখুঁতভাবেই ম্যাচটি পরিচালনা করেন তিনি।

ম্যাচে তার দেয়া ৮ সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়ে প্রতিটিতেই ব্যর্থ হয় দুই দল। এরপর সিরিজের পরের ম্যাচে গেবেখায় ছিলেন টিভি আম্পায়ার। গত অক্টোবরে পাকিস্তান–ইংল্যান্ড ৩ ম্যাচ টেস্ট সিরিজের দুই ম্যাচে ফিল্ড আম্পায়ার ও এক ম্যাচে ছিলেন টিভি আম্পায়ার। জানুয়ারিতে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন তিনি।

এটি ছিল বিদেশের মাটিতে তাঁর প্রথম নিরপেক্ষ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনের সিরিজ। সব মিলিয়ে চলতি বছরে এখন পর্যন্ত তিনি আম্পায়ারিং করেছেন ১০টি টেস্টে। এ ছাড়া চলতি বছরে ৫টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টিতে আম্পায়ার ছিলেন সৈকত।

টি-টোয়েন্টি ক্যারিয়া র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের হয়ে পেসার তাসকিনের রাজত্ব

ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাঠে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার পেছনে বড় ভূমিকা ছিল বাংলাদেশের বোলারদের। খেলোয়াড়দের আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েও পড়েছে এর প্রভাব। ক্যারিয়াসেরা রেটিং ও র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, হাসান মাহমুদরা।

ছেলেদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করে আইসিসি। প্রথমবার টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন মেহেদি। তার ঠিক পরেই আছেন তাসকিন।এছাড়া সেরা পঁচিশের মধ্যে আছেন রিশাদ ও হাসান। তানজিম হাসানও উঠে এসেছেন ক্যারিয়ার সেরা অবস্থানে।

ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাত্র ৫.৭৫ গড় ও ওভারপ্রতি ৪.১৮ রান খরচায় ৮ উইকেট নেন মেহেদি। পাশাপাশি ব্যাট হাতে ৩৭ রান করে সিরিজ সেরার পুরস্কার জেতেন ৩০ বছর বয়সী অলরাউন্ডার। এই পারফরম্যান্সের ছাপ পড়েছে র‌্যাঙ্কিংয়ে। বোলারদের তালিকায় ১৩ ধাপ এগিয়ে এখন ১০ নম্বরে উঠেছেন মেহেদি,রেটিং পয়েন্ট ৬৩৬।

তিন ম্যাচে ওভারপ্রতি সাত রানের কম খরচায় ৭ উইকেটে নিয়ে তাসকিনও এগিয়েছেন ১৩ ধাপ। ৬৩০ রেটিং নিয়ে তিনি এখন ১১ নম্বর। একই সিরিজে ওভারপ্রতি ছয়ের কম রান দিয়ে ৬ উইকেট নেন রিশাদ। তিনি ২১ ধাপ এগিয়ে এখন ৬২১ রেটিং নিয়ে আছেন ১৭ নম্বরে। ওভারপ্রতি মাত্র ৫.০৮ রান খরচায় ৪ উইকেট নেওয়া হাসান এগিয়েছেন ২৩ ধাপ। ৫৯৭ রেটিং নিয়ে তিনি এখন ২৪ নম্বরে।

আরেক পেসার তানজিম ১৬ ধাপ এগিয়ে ৫১৭ রেটিং নিয়ে স্কটল্যান্ডের মার্ক ওয়াটের সঙ্গে যৌথভাবে ৪৫ নম্বরে অবস্থান করছেন। সিরিজে ছুটিতে থাকা বাংলাদেশের আরেক পেসার মুস্তাফিজুর রহমান সাত ধাপ পিছিয়ে ২৬ নম্বরে নেমে গেছেন।

বোলারদের এই তালিকায় শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন।অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়েও ১০ ধাপ এগিয়ে ৩০তম স্থানে মেহেদি। এই তালিকায়ও বাংলাদেশিদের মধ্যে তিনিই সবার ওপরে। এই তালিকার শীর্ষে ভারতের হার্দিক পান্ডিয়া। ব্যাটসম্যানদের মধ্যে এক নম্বর জায়গা ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। এই তালিকার সেরা ত্রিশে নেই বাংলাদেশের কেউ।

চাঁদপুরে জাহাজের ৭ খুনের রোমহর্ষক বর্ণনা দিলো হত্যাকারী

চাঁদপুরের হাইমচরের মাঝিরচর এলাকায় এমভি আল বাখেরা জাহাজের মাস্টারকে ক্ষোভ থেকেই হত্যা করেন আকাশ মন্ডল ইরফান। পরে জাহাজে থাকা অন্য সদস্যরা বিষয়টি ফাঁস করে দিতে পারেন, এমন আতঙ্ক থেকে বাকিদেরও গলা কেটে ও

কুপিয়ে হত্যা করেন। হত্যাকাণ্ডের আগে সবাইকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়েছিলেন ইরফান। এরমধ্যে মাস্টারসহ ৭ জনের মৃত্যু হলেও প্রাণে বেঁচে যান জাহাজের সুকানি জুয়েল। বুধবার (২৫ ডিসেম্বর) অভিযুক্ত আকাশ মন্ডল ইরফানের বরাত

দিয়ে এ তথ্য জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস। এর আগে, সকালে চাঁদপুরের হাইমচরের মাঝিরচর এলাকায় এমভি আল বাখেরা জাহাজে সাত খুনের ঘটনার সঙ্গে জড়িত ইরফানকে

বাগেরহাটের চিতলমারী থেকে গ্রেফতার করে র‍্যাব। মামলা সূত্রে জানা যায়, ওই জাহাজে ৮ জন নন, ৯ জন ছিলেন। আর ওই ব্যক্তি হলেন আকাশ মন্ডল ইরফান। কথা বলতে না পারায় লিখে এ তথ্য জানান আহত সুকানি জুয়েল।

এ ঘটনায় মামলা করেন জাহাজের মালিক মাহাবুব মুর্শেদ। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ডাকাত দলকে। বাদী মামলার এজাহারে আহত ও খুন হওয়া ব্যক্তিদের নাম উল্লেখ করেন। হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিরা হলেন- মাস্টার গোলাম

কিবরিয়া, গ্রিজার মো. সজিবুল ইসলাম, লস্কর মো. মাজেদুল ইসলাম, শেখ সবুজ, সালাউদ্দিন, আমিনুর মুন্সী ও বাবুর্চি রানা কাজী। এছাড়া আহত হয়েছেন সুকানি মো. জুয়েল। মামলার বাদী মাহবুব মুর্শেদ এজাহারে উল্লেখ করেন, জুয়েলের গলাকাটা

থাকায় সে কথা বলতে পারেনি। ঘটনার বিবরণ দিতে পারেনি। সে সুস্থ হলে ডাকাতদল দেখলে চিনবে বলে ইশারায় জানায়। তবে জুয়েলের সঙ্গে ইরফান নামে আরেকজন ছিল বলে সে লিখে জানায়। তবে তার ঠিকানা দিতে পারেনি। ঘটনার পর ওই জাহাজ

একটি রক্তাক্ত চাইনিজ কুঠার, একটি ফোল্ডিং চাকু, দুটি স্মার্ট ফোন, দুটি বাটন ফোন, একটি মানিব্যাগ, নগদ ৮ হাজার টাকা, একটি বাংলা খাতা, একটি সীল, একটি হেডফোন জব্দ করেছে পুলিশ।

নৌ পুলিশ জানিয়েছে, আহত জুয়েল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে।

চাঁদপুরের জেলা প্রশাসক মো. মোহসীন উদ্দিন জানান, মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহতদের প্রতি পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা ও নৌ-পুলিশের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

দ্রুত নির্বাচন না দিলে মাঠে নামব বলে হুঙ্কার দিলেন বিএনপির নেতা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ নামে কোনো দেশ সৃষ্টি হত না। মুক্তিযুদ্ধের পেট থেকেই বাংলাদেশ বের হয়েছে। যারা বাংলাদেশ মানে না,

মুক্তিযুদ্ধ যারা মানে না, তারা বাংলাদেশের মানুষ না। একাত্তরের মুক্তিযুদ্ধ হাজার বছরে বাঙালির শ্রেষ্ঠ অর্জন। গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত বিজয়ের মাস

উপলক্ষে আয়োজিত বিজয় উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দ্রুত নির্বাচনের তাগিদ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে ফজলুর রহমান বলেন, ‘নির্বাচিত সরকারের আয়ু যদি পাঁচ বছর হয়, অনির্বাচিত

সরকারের আয়ু তিন থেকে ছয় মাস হতে পারে। ইলেকশনের কথা কইলে মুখ কালা করেন কেন? যদি আপনারা নির্বাচন করতে চান, দল করেন—আপনাদের অভিনন্দন জানাবো। নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন হবে।

আমরা নির্বাচনের জন্য অনন্তকাল অপেক্ষা করব না। দ্রুত নির্বাচন দিন, নইলে নির্বাচন আদায়ে মাঠে নামব আমরা।’
দেশে এবারের বিজয় দিবসে উৎসব বা বিজয় মেলা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি এই নেতা বলেন, ‘

এবার তো বিজয়ের আনন্দ বেশি হওয়ার কথা ছিল। এত নীরবে-নিভৃতে কেন বিজয়ের মাস চলে যাবে? এটা আমি সহ্য করিনি, মুক্তিযোদ্ধারা সহ্য করেনি, মুক্তিযোদ্ধাদের সন্তানরা সহ্য করেনি।

জিয়াউর রহমানের সৈনিকেরাও সহ্য করেনি। এ কারণে হাওরে এই বিজয় উৎসবের আয়োজন করা হয়েছে।’
আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘শেখ হাসিনা গত ১৫ বছরে দেশের সর্বনাশ করেছেন, নিজের সর্বনাশ

করেছেন, তার পিতাকে ডুবিয়েছেন। শেষ পর্যন্ত দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন। গত ১৫ বছর দেশে কোনো মানুষের শাসন ছিল না। কুমিল্লার চৌদ্দগ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু বীর প্রতীককে জুতার মালা

পরিয়ে লাঞ্ছনার প্রসঙ্গে দুঃখপ্রকাশ করে অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, ‘আমি জানি না আমার মৃত্যুর আগে আর কী কী দেখতে হবে। মুক্তিযুদ্ধের বিরোধী দলের লোকেরাই এ অপকর্মটি করেছে। আমাদের মনে রাখতে হবে একাত্তরে সাড়ে সাত কোটি

মানুষ ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছেন। ৩০ লাখ লোক জীবন দিয়েছেন। ২ লাখ মা-বোন সম্ভ্রম হারিয়েছেন। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান অবদান প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা

দিয়েছিলেন। যারা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক মানে না, তারা স্বাধীনতা মানে কি-না আমার সন্দেহ রয়েছে। তিনি শুধু স্বাধীনতার ঘোষকই ছিলেন না, তিনি রণাঙ্গন থেকে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন।’

বিজয় উৎসবে জেলার তিন হাওর উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের ৭২জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়। তাদের ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করা হয়। আলোচনা পর্ব শেষে রাতে উৎসবের সাংস্কৃতিক পর্বে কণ্ঠশিল্পী সালমা,

আশিক ও শাহনাজ বাবুসহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। মধ্যরাত পর্যন্ত হাজার হাজার মানুষ তাদের পরিবেশনা উপভোগ করেন। ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজয় উৎসবের

আলোচনা পর্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহসভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা ও অ্যাডভোকেট জালাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল এবং সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া ও আমিনুল ইসলাম আশফাক।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সহসভাপতি মো. মনির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমান, সাংগঠনিক সম্পাদক মো. তারিকুল ইসলাম জুয়েল,

মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর, অষ্টগ্রাম উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা মহিলা দলের সভাপতি জেসমিন সুলতানা কবিতা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাসের সুমন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা হাফিজুল্লাহ হীরা প্রমুখ।

বড় সুখবর, জাপানের সঙ্গে এই প্রথম যে চুক্তি করল বাংলাদেশ

প্রথম দেশ হিসেবে জাপানের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (ইপিএ) করতে যাচ্ছে বাংলাদেশ। তাই আগামী বছরের ফেব্রুয়ারিতে চতুর্থ দফায় ঢাকায় বাংলাদেশ-জাপান বৈঠকে বসবে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। তিনি জানান, গত ১৮-২০ ডিসেম্বর জাপানে বাংলাদেশ-জাপানের মধ্যকার মুক্ত বাণিজ্য চুক্তি (ইপিএ) সম্পাদনের নিমিত্ত তৃতীয় দফা

আলোচনা অনুষ্ঠিত হয়। জাপানের সঙ্গে চলমান এই আলোচনায় বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় নেতৃত্ব দিচ্ছে। এ বছর ইতোমধ্যেই আরও দুই দফা আলোচনা হয়েছে। প্রথম ও দ্বিতীয় দফা আলোচনা ঢাকায় ১৯-২৩ মে ২০২৪ এবং ১০-১৪ নভেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, সফলভাবে আলোচনা সম্পন্ন হলে এটি হবে যেকোনো দেশের সঙ্গে বাংলাদেশের প্রথম মুক্ত বাণিজ্য চুক্তি। আলোচনার চতুর্থ দফা আগামী ফেব্রুয়ারিতে ঢাকায় এবং পঞ্চম দফা টোকিওতে এপ্রিলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মোট ২১টি অধ্যায়ের ওপর আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। মুখপাত্র বলেন, এগুলোর মধ্যে রয়েছে ট্রেড ইন গুডস, ট্রেড ইন সার্ভিসেস, রুলস অব অরিজিন, কাস্টমস প্রসিডিউর ও ট্রেড ফেসিলিটেশন,

স্যানিটারি ও ফাইটোস্যানিটারি মেজারস, সরকারি ক্রয়, প্রতিযোগিতার নীতি, ই-কমার্স, বিনিয়োগ এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি ব্যবসা পরিবেশের উন্নতি।

চাঁদপুরে জাহাজে যে ভাবে ঘটানো হয় ৭ হত্যাকান্ড

সাধারণত কোনো জাহাজে একসঙ্গে সবার ঘুমাতে যাওয়ার কথা নয়। তবে এমভি আল বাখেরা লাইটার জাহাজে খুন হওয়া ৭ জনই ছিলো গভীর ঘুমে অচেতন। সুরতহাল দেখে পুলিশের ধারণা, চেতনানাশক দিয়ে নিস্তেজ করা হয়েছিলো সবাইকে।

এরপর করা হয়েছে হত্যা। একটি-দু’টি নয়, সাত-সাতটি মানুষকে পৈচাশিক কায়দায় গলা কেটে হত্যা। চাঁদপুরের হাইমচরের মাঝেরচর এলাকায় এমভি আল বাখেরার এই ঘটনায় প্রাণে রক্ষা পেয়েছেন কেবল একজন।

যদিও শ্বাসনালীতে আঘাত লাগায় তার অবস্থাও আশঙ্কাজনক। কী কারণে এই হত্যাকাণ্ড? ডাকাতি না পূর্বশত্রুতা? মূলত এই দুইটি কারণই আলোচনায় আসছে ঘুরেফিরে। তবে, ন্যাক্কারজনক এই ঘটনা যে পরিকল্পিত, এই ব্যপারে একমত প্রায় সবাই।

জাহাজে যার যার রুমে ঘুমিয়ে ছিলেন নিহত সবাই। মস্তক ছাড়া আর কোথাও আঘাতের কোনো চিহ্নও মেলেনি। ডাকাতির সঙ্গে এ ঘটনা মিলানো যায় না বলে মনে করেন নৌ পুলিশের এই কর্মকর্তা।

চাঁদপুরের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেছেন, প্রত্যেককেই চেতনানাশক প্রয়োগ করে কিংবা খাবারের সাথে ঘুমের ওষুধ প্রয়োগ করে এই ঘটনাটি ঘটানো হয়েছে। কারণ- একজনকে হত্যা করা হলে পাশের রুম থেকে কেউ টের পাবে না,

এরকমটি হবার কথা হয়। ঘটনাস্থলে দেখা যায় প্রত্যেকেই শুয়ে আছেন এবং তাদের মাথায় ধারালো অস্ত্র দ্বারা আঘাত করা হয়েছে। তবে, শরীরের অন্য কোথাও আর কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

যদিও ডিসি বলছেন, নৌপথের এই রুটে প্রায়ই ঘটে ডাকাতি-ছিনতাইয়ের মতো ঘটনা। কয়েকদিন আগেও মাঝেরচর থেকে মিলেছিলো এমন খবর। এবারও তাই হতে পারে এমনটি; ধারণা জেলা প্রশাসকের।

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, মোটিভ দেখে মনে হয়েছে যে নদীপথে প্রায়ই ডাকাতি হয়। আর যেহেতু জাহাজটিতে মূল্যবান জিনিস ছিলো, সুতরাং চুরি কিংবা ডাকাতি হতে পারে বলে মনে হচ্ছে।

ডিসি-এসপি’র ধারণা ভিন্ন হলেও একটা জায়গায় তারা একমত। তদন্তে হত্যার কারণ ও অপরাধী বেরিয়ে আসবে বলে আশা তাদের। চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন আরও বলেন,

এই ঘটনাটি চুরি কিংবা ডাকাতির মোটিভে করা হয়েছে এবং আমরা সেভাবেই এগিয়ে যাচ্ছি। যদি তদন্তে ভিন্ন কিছু আছে, তাহলে তা জানানো হবে। এই ঘটনার পর নিরাপত্তাবেষ্টনী আরও জোরদার করা হবে।

অন্যদিকে, নৌ অঞ্চল-চাঁদপুরের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান আরও বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনাটি নদীতে ঘটেছে। তবে, নৌ-পথকে কোনভাবেই অনিরাপদ বলা যাবে না। আমার বিশ্বাস,

হত্যাকারী জাহাজের নাবিকদের সাথে একত্রে এই কাজ করেছে। নির্মম-বর্বর এমন ঘটনা একজীবনে দেখেনি-শোনেনি চাঁদপুরের কেউ। সবাই জানলো প্রথমবার। আর তাতেই, নৌপথে চলাচল করা মানুষের মাঝে আতঙ্ক বেড়েছে বেশ।

ভারতের পার্লামেন্টের ফিলিস্তিনপন্থী স্লোগান

ভারতের স্থানীয় একটি আদালত সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) দলের প্রধান এবং লোকসভার সদস্য আসাদউদ্দিন ওয়াইসিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। সংসদে ‘ফিলিস্তিনপন্থী’ স্লোগান দেওয়ায় সংবিধান লঙ্ঘনের অভিযোগে এ আদেশ দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আইনজীবী বীরেন্দ্র গুপ্তা অভিযোগ করেন, আসাদউদ্দিন ওয়াইসি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের সময় ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন। যা সংবিধান এবং আইনগত মূল্যবোধের পরিপন্থী। এই স্লোগান তার অনুভূতিতে আঘাত করেছে বলে দাবি করেন গুপ্তা।

এ বিষয়ে প্রথমে জুলাই মাসে এমপি বা এমএলএ আদালতে পিটিশন জমা দেওয়া হলেও তা প্রত্যাখ্যাত হয়। পরে জেলা আদালতে পুনর্বিবেচনার আবেদন করা হলে জেলা বিচারক সুধীর পিটিশন গ্রহণ করে আসাদউদ্দিন ওয়াইসিকে ৭ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

গত ২৫ জুন হায়দরাবাদ থেকে এমপি হিসেবে শপথ গ্রহণ করেন ওয়াইসি। শপথ শেষে তিনি “জয় ভীম, জয় মীম, জয় তেলেঙ্গানা, জয় ফিলিস্তিন” স্লোগান দেন, যা সংসদের চেয়ারম্যানের নির্দেশে বক্তব্যের রেকর্ড থেকে মুছে ফেলা হয়। এ সময় ওয়াইসি দাবি করেন, তার স্লোগান সবসময় শান্তি ও ন্যায়ের পক্ষে। ‘জয় ভীম’ স্লোগান ভারতের দলিত সম্প্রদায়ের প্রতি সমর্থনের প্রতীক।