আওয়ামী লীগ নেতাকে আহ্বায়ক করে শ্রমিক দলের কমিটি, ১১ জনের পদত্যাগ

আওয়ামী লীগ নেতাকে আহ্বায়ক করে শ্রমিক দলের কমিটি, ১১ জনের পদত্যাগ

ময়মনসিংহের ভালুকায় উথুরা ইউনিয়নের শ্রমিক দলের কমিটি থেকে ১১ নেতা পদত্যাগ করেছেন। নবগঠিত এই কমিটিতে আওয়ামী লীগ নেতা কামাল হোসেনকে আহ্বায়ক করা হয়েছে, এমন অভিযোগ তুলে তারা পদত্যাগ করেন। একইসঙ্গে এই কমিটিকে পকেট কমিটি উল্লেখ করে কমিটি বাতিলের দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এই দাবি জানানো হয়।

কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নোমান আকন্দ বলেন, গত শনিবার (১৮ অক্টোবর) উপজেলার উথুরা ইউনিয়ন শ্রমিকদের ৬১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন হয়। এই কমিটিতে হাতীবেড় ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য কামাল হোসেনকে আহ্বায়ক করা হয়। এছাড়া আওয়ামী লীগ ঘরকনার আরও অনেককে নবগঠিত কমিটিতে পদে রাখা হয়েছে। এতে শ্রমিক দলের নেতারা ক্ষুব্ধ হয়ে সোমবার (২০ অক্টোবর) নবগঠিত কমিটির ১১ জন নেতা পদত্যাগ করেন।

এসময় পদত্যাগ করা অন্য নেতারা জানান, মোটা অংকের টাকার বিনিময়ে এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। অবিলম্বে এই কমিটি বাতিল করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এসময় উথুরা ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান, সিরাজুল ইসলাম, সদস্য হাবিবুর রহমান রিপন, ইব্রাহিম খলিল, সানোয়ার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কামাল হোসেন বলেন, আমি কখনোই আওয়ামী লীগ করিনি। অথচ আমাকে আওয়ামী লীগ নেতা ট্যাগ দিয়ে মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়ানো হচ্ছে।

হাতীবেড় ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি গঠিত হয়। ওই কমিটির তালিকায় আপনার নাম রয়েছে জানালে তিনি বলেন, নাম একই হলেও বাস্তবে ওই তালিকায় থাকা নামটি আমরা না। শ্রমিক দলের নেতারা জেনে বুঝেই আমাকে শ্রমিক দলে পদ দিয়েছে।

এ বিষয়ে ভালুকা উপজেলা শ্রমিক দলের সদস্যসচিব শাহ মো. সুজন বলেন, কামাল কখনোই আওয়ামী লীগ করেনি। তিনি সবসময় শ্রমিক দলের রাজনীতি করেছে। তাকে উপযুক্ত পদ দেওয়া হয়েছে। এখানে টাকার লেনদেন হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *