‘জুলাই শহীদ’ পরিবারের সন্তানদের সুখবর দিল সরকার

‘জুলাই শহীদ’ পরিবারের সন্তানদের সুখবর দিল সরকার

‘জুলাই শহীদ’ পরিবারের সন্তানরা সরকারি-বেসরকারি স্কুল ও কলেজে বিনা বেতনে পড়ার সুযোগ পেতে যাচ্ছেন।

তাদের শিক্ষা কার্যক্রম চলমান রাখতে অবৈতনিক শিক্ষা সুবিধা দিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান সোমবার (২০ অক্টোবর) রাতে গণমাধ্যমকে বলেন, ‘এ বিষয়ে ব্যবস্থা নিতে গত ২১ সেপ্টেম্বর নির্দেশনা দেওয়া হয়েছে।’

ওই নির্দেশনায় জুলাই গণঅভ্যুত্থানে ‘শহীদ সহস্রাধিক নিরস্ত্র দেশপ্রেমিক’ ছাত্র-জনতার আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষে ‘শহীদ’ পরিবারের সন্তানদের অবৈতনিক শিক্ষা সুবিধা দেওয়ার কথা বলেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের এ নির্দেশনা আমলে নিয়ে গত ১৫ অক্টোবর জারি করা এক আদেশে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ‘শহীদ’ পরিবারের সন্তানদের অবৈতনিক শিক্ষা সুবিধা দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরকে বলেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *