উন্নত জীবনযাত্রা, ভালো কর্মসংস্থান ও শিক্ষার সুযোগের জন্য বিদেশে স্থায়ী হওয়ার স্বপ্ন দেখা বহু তরুণ-তরুণীর কাছে দুঃসংবাদ। ২০২৬ সালের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারির জন্য বাংলাদেশি নাগরিকরা আর আবেদন করতে পারবেন না।
নভেম্বরের ভিসা বুলেটিনে প্রকাশিত তালিকার অনুযায়ী, উচ্চ অভিবাসন হারের কারণে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন ও দক্ষিণ কোরিয়াকে এশিয়ার আবেদনযোগ্য দেশগুলোর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
বর্তমানে এশিয়ার মোট ২৭টি দেশ ডিভি লটারিতে অংশ নিতে পারবে। এর মধ্যে রয়েছে— আফগানিস্তান, নেপাল, ভুটান, বার্মা, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, ইসরায়েল, জাপান, জর্ডান, কুয়েত, লাওস, লেবানন, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, সিরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, পূর্ব তিমুর, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন এবং বাহরাইন।
ডাইভারসিটি ভিসা লটারিকে গ্রিন কার্ড লটারি নামেও পরিচিত। এর মূল লক্ষ্য হলো এমন দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার সুযোগ দেওয়া, যেখান থেকে গত পাঁচ বছরে কম সংখ্যক মানুষ অভিবাসন করেছে। প্রতি বছর এই প্রোগ্রামের মাধ্যমে ৫৫ হাজার পর্যন্ত স্থায়ী বাসিন্দা ভিসা প্রদান করা হয়।
