এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ছে, অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ছে, অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব

শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। প্রস্তাব অনুযায়ী, সরকারের আর্থিক সক্ষমতার পরিপ্রেক্ষিতে মূল বেতনের ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া নির্ধারণের সুযোগ থাকতে পারে।

৮ অক্টোবর রাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বাড়িভাড়া ভাতা ১০০০ টাকা থেকে ২০০০ টাকায় উন্নীত করার অনুরোধ করা হয়েছে। এর প্রেক্ষিতে অর্থ বিভাগ ইতিমধ্যে ভাতা ১০০০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে মূল বেতনের শতকরা হারে বাড়িভাড়া নির্ধারণের প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবে ৫, ১০, ১৫ ও ২০ শতাংশ হারে বাড়িভাড়া নির্ধারণে সম্ভাব্য আর্থিক প্রভাবও উল্লেখ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধির বিষয়টি নিয়ে এখন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। আলোচনায় অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব উপস্থিত আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *