এখনো নেভেনি আগুন, যা বললেন ফায়ার সার্ভিস কর্মকর্তা

এখনো নেভেনি আগুন, যা বললেন ফায়ার সার্ভিস কর্মকর্তা

২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো সম্পূর্ণভাবে নেভানো যায়নি রাজধানীর মিরপুরের কেমিক্যাল গোডাউনের আগুন। ক্ষতিগ্রস্ত ভবন থেকে এখনো বেরোচ্ছে ধোঁয়া। বাতাসে ভাসছে বিষাক্ত কেমিক্যালের গন্ধ।

এমন প্রেক্ষাপটে বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান। সাংবাদিকদের তিনি বলেন, কেমিক্যালের বিষয়টি বিপদজনক; তাই আগুন নেভাতে সময় লাগছে।

এখনই কারখানার ভেতরে ঢোকা নিরাপদ নয়। এছাড়া আরও কোনো লাশ আছে কিনা— তা নিশ্চিত হওয়া যাবে আগুন পুরোপুরি নেভানোর পর।

এ সময় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, মিরপুরে কারখানা ও কেমিক্যাল গুদামে বেআইনিভাবে কেমিক্যাল রাখা হয়েছিল। তদন্ত করে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

পাশপাশি জনবহুল এলাকা থেকে অবৈধ কারখানা সরাতে পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দেন উপদেষ্টা শারমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *