বিশ্বকাপের প্রস্তুতিতে বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল। প্রথমার্ধে কর্তৃত্ব করে জাপানের জালে দুই গোল দিয়েছিল সেলেসাওরা। দ্বিতীয়ার্ধে তিন গোল খেয়েছে কাসেমিরোরা। এশিয়া সফরের প্রথম প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলে জিতলেও দ্বিতীয় প্রীতি ম্যাচে ৩-২ গোলে হেরেছে কার্লো আনচেলত্তির দল।
জাপানের আমিনোমোতো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পরীক্ষা-নিরীক্ষায় মনোযোগ দেন ব্রাজিল কোচ আনচেলত্তি। গত ম্যাচের শুরুর একাদশে আনেন বেশ কিছু পরিবর্তন। গোলবারে বেন্তোর জায়গায় হুগো সৌজাকে খেলান। রক্ষণে এদার মিলিতাও ও গ্যাব্রিয়েল মাঘালহায়েস ছিলেন না। আক্রমণভাগের রদ্রিগো, এস্তেভাও ও কুনিয়া বিশ্রামে ছিলেন।
প্রথমার্ধে তাদের অভাব টের পায়নি ব্রাজিল। শুরুর একাদশে জায়গা পাওয়া ডিফেন্ডার পাউলো হেনরিক ২৬ মিনিটে দলকে প্রথম লিড এনে দেন। ওয়ান-ওয়ান খেলে ব্রুনো গিমারেজের বল ধরে জালে পাঠান তিনি। পাকুয়েতার ফাঁকায় বাড়ানো বল ধরে ৩২ মিনিটে ব্যবধান ২-০ করেন আর্সেনালে খেলা ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।
