পরমাণু যুদ্ধের আশঙ্কায় ট্রাম্পকে সতর্ক করলো দুই মেয়র

পরমাণু যুদ্ধের আশঙ্কায় ট্রাম্পকে সতর্ক করলো দুই মেয়র

বিশ্বজুড়ে আবারও পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা বাড়ছে বলে সতর্ক করেছেন জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরের মেয়ররা। তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন, আসন্ন জাপান সফরের সময় যেন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরমাণু বোমা বিধ্বস্ত এই দুই শহর পরিদর্শন করেন।

জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, হিরোশিমার মেয়র কাজুমি মাতসুই ও নাগাসাকির মেয়র শিরো সুজুকি যৌথভাবে ট্রাম্পের উদ্দেশে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তাঁরা প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছেন হিরোশিমা ও নাগাসাকিতে গিয়ে যুদ্ধের ভয়াবহ পরিণতি নিজ চোখে দেখার জন্য।

ওই চিঠিটি এসেছে এমন এক সময়, যখন যুক্তরাষ্ট্র ও জাপান ট্রাম্পের এশিয়া সফরসূচি নিয়ে চূড়ান্ত আলোচনা করছে। আগামী ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর দক্ষিণ কোরিয়ার গিয়ংজু শহরে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন ট্রাম্প।

চিঠিতে দুই মেয়র উল্লেখ করেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় ৮০ বছর পরও পৃথিবী আবারও পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকির মুখে পড়েছে। তাঁরা ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক এই মানবিক বিপর্যয়ের জীবিত বেঁচে থাকা মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতে এবং এমন হামলার অমানবিক পরিণতি উপলব্ধি করতে।

বিশ্বব্যাপী ক্রমবর্ধমান পরমাণু উত্তেজনার প্রেক্ষাপটে তাঁদের এই আহ্বান এসেছে। বর্তমানে বড় শক্তিগুলোর মধ্যে ভূ-রাজনৈতিক টানাপোড়েন বাড়ছে এবং একে অপরের পরমাণু অস্ত্রভান্ডার আধুনিকীকরণের প্রতিযোগিতাও তীব্রতর হচ্ছে।

ট্রাম্পের এশিয়া সফরকে ঘিরে জল্পনা রয়েছে, তিনি হয়তো উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে বৈঠক করতে পারেন। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

অন্যদিকে, ট্রাম্প ইতিমধ্যেই জানিয়েছেন যে, এপেক সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর কোনো বৈঠক হবে না। বেইজিং যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ শিল্পখাতের জন্য প্রয়োজনীয় ‘রেয়ার আর্থ’ উপাদানের রপ্তানি সীমিত করার পর ট্রাম্প বলেছেন, “এখন শি জিনপিংয়ের সঙ্গে দেখা করার কোনো কারণ নেই।”

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, হিরোশিমা ও নাগাসাকির মেয়রদের এই চিঠি শুধু ট্রাম্প নয়, বরং পুরো বিশ্বকেই স্মরণ করিয়ে দেয় পরমাণু অস্ত্রের ভয়াবহতার সামনে মানবতার কোনো জয় নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *