শেখ হাসিনার মামলায় পিনাকীর আটক, যা জানা গেল!

শেখ হাসিনার মামলায় পিনাকীর আটক, যা জানা গেল!

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘শেখ হাসিনার মামলায় ফ্রান্সে পিনাকী ভট্টাচার্য আটক’—এমন দাবিতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তবে অনুসন্ধানে দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে প্রমাণিত হয়েছে।

রিউমর স্ক্যানার টিমের ফ্যাক্টচেক অনুসন্ধানে দেখা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেননি, এবং তাকে আটকও করা হয়নি।

ভাইরাল ভিডিওটি আসলে পুরনো সংবাদ ফুটেজ ও বক্তব্য সম্পাদনা করে জোড়া লাগানো। বিশ্লেষণে দেখা যায়, ভিডিওতে চ্যানেল ২৪ ও সময় টিভির লোগোসহ বিভিন্ন অংশ ব্যবহার করা হয়েছে।

যাচাই করে দেখা যায়, চ্যানেল ২৪–এর ওই ফুটেজটি ২০২৩ সালের ২৮ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদনের অংশ, যেখানে ঢাকার রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় পিনাকী ভট্টাচার্য ও মফিজুর রহমান আশিকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের খবর প্রকাশিত হয়েছিল।

অন্যদিকে, সময় টিভির ফুটেজটি ২০২১ সালের ১১ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনের অংশ, যেখানে প্যারিসে আওয়ামী লীগের কয়েকজন নেতা পিনাকীর বিরুদ্ধে মামলা করেছিলেন। সেই পুরনো ফুটেজগুলোকেই সম্পাদনা করে “ফ্রান্সে পিনাকীর বর্তমান গ্রেপ্তার” বলে প্রচার করা হচ্ছে।

এছাড়া IBTV USA চ্যানেলে প্রকাশিত সাংবাদিক মাসুদ কামালের একটি পুরনো ভিডিও থেকেও কিছু বক্তব্য কেটে ভাইরাল ভিডিওতে যুক্ত করা হয়েছে। অথচ ওই বক্তব্যে পিনাকী ভট্টাচার্যের আটক বা মামলার কোনো উল্লেখ নেই।

পিনাকী ভট্টাচার্যের নিজস্ব ইউটিউব চ্যানেলেও ৭ অক্টোবর প্রকাশিত সর্বশেষ ভিডিওতে তাকে স্বাভাবিকভাবে বক্তব্য দিতে দেখা গেছে, যা প্রমাণ করে তিনি আটক নন।

বিশ্বস্ত কোনো গণমাধ্যম বা সরকারি সূত্রেও ফ্রান্সে পিনাকী ভট্টাচার্যের গ্রেপ্তারের বিষয়ে কোনো তথ্য নেই।

সুতরাং, “শেখ হাসিনার মামলায় ফ্রান্সে পিনাকী ভট্টাচার্য আটক” দাবিটি মিথ্যা, বিভ্রান্তিকর ও গুজব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *