ফ্লোটিলা আটক, শহিদুল আলমসহ যাত্রীদের অবস্থান সম্পর্কে যা জানা গেল

ফ্লোটিলা আটক, শহিদুল আলমসহ যাত্রীদের অবস্থান সম্পর্কে যা জানা গেল

গাজামুখী কনসেন্স জাহাজ থেকে বাংলাদেশী আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহীদুল আলমসহ সকল সহযাত্রীকে ইসরাইলের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার আন্তর্জাতিক জলসীমায় ইসরাইল বাহিনীর হাতে জাহাজটি আটক হয়।

দুই সপ্তাহ আগে গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে ইতালি থেকে যাত্রা শুরু করেছিল এই নৌবহরটি, যার মধ্যে অন্যতম ছিল কনসেন্স জাহাজ। গাজা উপকূলে পৌঁছানোর আগেই আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলার মোট নয়টি জাহাজ আটক করে ইসরাইলি বাহিনী।

সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মী সহ মোট ৯৩ জন ছিলেন কনসেন্স জাহাজে। বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহীদুল আলমও ছিলেন এই বহরে।

গাজা উপকূল থেকে ১৫০ নটিক্যাল মাইল দূরে ভূমধ্যসাগরে ইসরাইলি নৌবাহিনীর বিশেষ ইউনিট সায়েতে ১৩ ও অন্যান্য বাহিনী জাহাজগুলো আটক করে।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শহীদুল আলমসহ অন্যান্য অধিকারকর্মীদের ইসরাইলের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে, ফ্লোটিলা সংগঠকদের অভিযোগ, জাহাজে হেলিকপ্টার থেকে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী এবং নৌযানগুলোকে অবৈধভাবে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *