নতুন দুই জাতীয় দিবসে ছুটি থাকছে কিনা, যা জানা গেল

নতুন দুই জাতীয় দিবসে ছুটি থাকছে কিনা, যা জানা গেল

বাংলাদেশের সরকারি ক্যালেন্ডারে নতুন দুটি জাতীয় দিবস যুক্ত হতে যাচ্ছে। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিন হিসেবে বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে ৭ অক্টোবর এবং ২৫ ফেব্রুয়ারি কে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার।

এর অর্থ, প্রতিবছর এই দুটি দিন বিশেষভাবে উদযাপন করা হবে। আজ সোমবার (৬ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করা হয়েছে। পোস্টে জানানো হয়,

শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় ঢাকাসহ দেশের সব শিল্পকলা একাডেমিতে ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। ঢাকায় অনুষ্ঠিত প্রদর্শনীতে উপস্থিত থাকবেন আবরার ফাহাদের বাবা।

পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবন ও অবদানকে কেন্দ্র করে একটি বার্ষিক ক্যালেন্ডার তৈরির কাজ চলছে।

এদিকে, নতুন এই দুই জাতীয় দিবসে সরকারি ছুটি থাকবে কিনা তা এখনও স্পষ্ট করা হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এই দুই দিবসে কোনো সরকারি ছুটি থাকছে না। প্রজ্ঞাপন জারি হলে এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *