নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরেক প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরেক প্রার্থী

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন লেজেন্ডস অব রূপগঞ্জ ক্লাবের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল। গতকাল মধ্যরাতে একটি ব্যক্তিগত বিবৃতির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

যদিও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় গত বুধবার পেরিয়ে গেছে, তাই আনুষ্ঠানিকভাবে তার নাম নির্বাচনে থাকছেই। তবে নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন না।

দীর্ঘদিনের ক্রিকেট সংগঠক লুৎফর রহমান বাদল তার সরে দাঁড়ানোর কারণ এখনো প্রকাশ করেননি। তবে তিনি উল্লেখ করেছেন, অদূর ভবিষ্যতে সময় সুযোগ পেলে সব খোলাসা করবেন। তিনি বিবৃতিতে বলেন,
‘আমি লুৎফর রহমান বাদল, লেজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম্যান, আসন্ন বিসিবি নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম। এখানে কারো দিকে আঙুল তুলছি না।

তবে অদূর ভবিষ্যতে পরিস্থিতি অনুকূলে থাকলে সবাইকে জানাবো, কেন এবং কী কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম।’
তিনি আরো বলেন, ‘কাঁদা ছোড়ার দিকে আমি যেতে চাই না। যারা এই নির্বাচনে জয়ী হয়ে পরিচালক হচ্ছেন, তাদের প্রতি শুভকামনা। একাধিক প্যানেলে নির্বাচন হতো, তবে সেটা সত্যিই একটি মাইলফলক হয়ে থাকতো।

যারা পুরো সময় আমার পাশে ছিলেন, তাদেরকে ধন্যবাদ।’
এর আগে গত বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তামিম ইকবালসহ মোট ১৬ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন।

লুৎফর রহমান বাদলের সরে দাঁড়ানোর ফলে ক্যাটেগরি-২ বা ক্লাব প্রতিনিধি হিসেবে ১২টি পরিচালক পদে নির্বাচনের প্রতিযোগিতা কমে এসেছে। এখন এই ক্যাটেগরিতে নির্বাচন করছেন কেবল ১৫ জন প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *