উঠবে বছরের প্রথম সুপারমুন, বাংলাদেশে দেখা যাবে যেদিন

উঠবে বছরের প্রথম সুপারমুন, বাংলাদেশে দেখা যাবে যেদিন

চাঁদপ্রেমীদের জন্য আনন্দের খবর—২০২৫ সালের প্রথম সুপারমুন দেখা যাবে আগামী ৬ অক্টোবর। জ্যোতির্বিদরা জানান, এই সময় চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকবে, ফলে এটি স্বাভাবিকের তুলনায় বড় ও উজ্জ্বল দেখাবে। বিশেষজ্ঞদের ভাষায়, এ ধরনের পূর্ণিমাকে বলা হয় ‘হার্ভেস্ট মুন’, যা প্রতি বছর শরৎকাল শুরুর কাছাকাছি সময়ে দৃশ্যমান হয়।

এই বছরের তিনটি সুপারমুনের মধ্যে প্রথমটি হচ্ছে অক্টোবরের হার্ভেস্ট মুন। জ্যোতির্বিদরা আরও জানিয়েছেন, ২০২৫ সালের হার্ভেস্ট মুন শারদ বিষুবের সময় ঘটবে। বিষুবের সময় সূর্য পৃথিবীর নিরক্ষরেখার ওপর দিয়ে অতিক্রম করে, ফলে দিন ও রাত সমান হয়। এই সময়ে উদিত পূর্ণিমার চাঁদ স্বাভাবিকের তুলনায় বড়, সোনালি-কমলা রঙের এবং উজ্জ্বল মনে হবে, বিশেষ করে দিগন্তরেখার কাছাকাছি অবস্থানে থাকলে।

হার্ভেস্ট মুন সাধারণ পূর্ণিমার চাঁদের মতো রাতভর দেখা যায় না; এই সময় চাঁদ স্বাভাবিক সময়ের তুলনায় দ্রুত ওঠে এবং একাধিক রাত ধরে আকাশে বড় আকৃতিতে দৃশ্যমান থাকে। সন্ধ্যার সময় এটি বিশেষভাবে উজ্জ্বল হয়।

হার্ভেস্ট মুনের নামকরণ এসেছে প্রাচীন কৃষিজীবী সমাজের অভ্যাস থেকে। বিদ্যুতের আগে কৃষকেরা ফসল কাটার সময় সন্ধ্যার পরও চাঁদের আলো ব্যবহার করতেন। উজ্জ্বল আলোতে মাঠে কাজ করতে পারায় এই পূর্ণিমাকে হার্ভেস্ট মুন বলা হয়েছিল।

জ্যোতির্বিদরা ধারণা করছেন, দক্ষিণ এশিয়ায় ৬ ও ৭ অক্টোবর দুই রাতেই সুপারমুন দেখা যেতে পারে। চাঁদ যখন দিগন্তের কাছে অবস্থান করবে, তখন তা আরও বড় ও গাঢ় সোনালি-কমলা রঙের মনে হবে।

সুপারমুন উপভোগ করতে কোনো বিশেষ যন্ত্রের প্রয়োজন নেই। খোলা আকাশে দিগন্ত বরাবর তাকালেই এই মনোমুগ্ধকর দৃশ্য দেখা সম্ভব, তবে আলোদূষণবিহীন পরিবেশে তা সবচেয়ে সুন্দরভাবে উপভোগ করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *