পাকিস্তানের জামায়াত নেতা আটক !

পাকিস্তানের জামায়াত নেতা আটক !

গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দিয়ে নেতৃত্ব দিচ্ছিলেন সাবেক পাকিস্তানি সিনেটর ও জামায়াত-ই-ইসলামির নেতা মুশতাক আহমদ খান। বুধবার (১ অক্টোবর) ইসরাইলি সেনারা বহরটিকে থামিয়ে জাহাজে ওঠার পর তাকে আটক করেছে বলে জানিয়েছে পাকিস্তান–ফিলিস্তিন ফোরাম।

সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, সাবেক সিনেটরসহ ৪৪ দেশের শতাধিক স্বেচ্ছাসেবীকে ইসরাইলি বাহিনী গ্রেফতার করেছে। অবিলম্বে তাদের মুক্তির দাবিতে সবার ঘর থেকে রাস্তায় নামার আহ্বান জানানো হয়েছে।

জানা গেছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ছিল ৪০টিরও বেশি বেসামরিক নৌযান, যাতে প্রায় ৫০০ সংসদ সদস্য, আইনজীবী ও মানবাধিকার কর্মী অংশ নেন। সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গও ছিলেন অংশগ্রহণকারীদের মধ্যে। বহরটি ওষুধ ও খাদ্যসামগ্রী নিয়ে গাজার উদ্দেশ্যে যাত্রা করেছিল।

বুধবার সন্ধ্যায় মিশরের উত্তরের আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করলে ইসরাইলি কর্তৃপক্ষ নৌযানগুলোকে ঘিরে ফেলে। প্রায় ২০টি যুদ্ধজাহাজ অংশ নেয় অভিযানে। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নৌযানগুলোর সম্প্রচার বন্ধ হয়ে যায়।

ফ্লোটিলা সংগঠকরা সামাজিক মাধ্যমে জানান, “আমাদের জাহাজগুলোকে অবৈধভাবে আটকানো হয়েছে। ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছে, সেনারা জাহাজে উঠে পড়েছে। অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *