বর্তমানে বাংলাদেশের ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান সমালোচনার শীর্ষে রয়েছেন। সম্প্রতি তিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিতর্কের মুখে পড়েন।
তবে এই সমালোচনার মাঝেই কানাডা থেকে সুখবর এসেছে তাঁর জন্য। সাকিবকে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে কানাডার সুপার সিক্সটি টুর্নামেন্টে মাঠ মাতাতে দেখা যাবে। ফ্র্যাঞ্চাইজিটি তাঁকে আইকন ক্রিকেটার হিসেবে দলে অন্তর্ভুক্ত করেছে।
সাকিবের সঙ্গে দলে খেলবেন জশ ব্রাউন, ইসুরু উদানা, অ্যান্ড্রু টাই, টম মুরস, নিক হবসন, রায়ান হিগিন্স, জুনায়েদ সিদ্দিকী, ব্র্যাডলি কারি, বেন মেনেনতি, দিলপ্রীত বাজওয়া, আন্স প্যাটেল, শ্রেয়াস মুভভা, গুরসাহিব সিং ও পদম জোশি।
এছাড়া এই আসরে অংশ নেবেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় মুখ কুইন্টন ডি কক, অ্যালেক্স হেলস, রহমানউল্লাহ গুরবাজ, মঈন আলী এবং সিকান্দার রাজা।
টুর্নামেন্ট শুরু হবে আগামী ৮ অক্টোবর এবং চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। এটি ১০ ওভার ফরম্যাটের একটি উত্তেজনাপূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট।
