বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দাখিল (নবম শ্রেণি) পর্যায়ে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বয়সসীমা শিথিল করেছে। ২০২৫ সালের ১ জানুয়ারি অনুযায়ী যেসব শিক্ষার্থীর বয়স কমপক্ষে ১৪ বছর এবং সর্বোচ্চ ২০ বছর, তারা সরাসরি নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন।
তবে বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৪ থেকে ২৫ বছর পর্যন্ত বাড়ানো হয়েছে।
বোর্ডের ওয়েবসাইটে ২৯ সেপ্টেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বোর্ড রেজিস্ট্রার অধ্যাপক ছালেহ আহমাদ স্বাক্ষর করেছেন।
বিশেষ নির্দেশনা:
যেসব শিক্ষার্থী অষ্টম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সুযোগ পাননি, তারা সংশ্লিষ্ট মাদ্রাসা প্রধানের মাধ্যমে আবেদন করে সরাসরি নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের অনুমতি পেতে পারেন।
রেজিস্ট্রেশনের জন্য বোর্ড সরবরাহকৃত EIIN ভিত্তিক মোবাইল সিম ব্যবহার করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।
শিক্ষার্থীর তথ্য অনলাইনে এন্ট্রির সময় অবশ্যই তার ব্যক্তিগত অথবা অভিভাবকের মোবাইল নম্বর দিতে হবে। একটি মোবাইল নম্বর দিয়ে কেবল একজন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করা যাবে।
রেজিস্ট্রেশন সময়সূচি:
রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে: ৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর ২০২৫ পর্যন্ত।
বিলম্ব ফি-সহ ফি জমা: ২১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ২০২৫ পর্যন্ত।
এই উদ্যোগ মাদ্রাসা শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় সহায়তা হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
