৪ দিনের ছুটি সবাই পাচ্ছেন না! কেউ পাবেন ৩ দিন

৪ দিনের ছুটি সবাই পাচ্ছেন না! কেউ পাবেন ৩ দিন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল বুধবার (১ অক্টোবর) থেকে সরকারি-বেসরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠানে টানা চার দিনের ছুটি শুরু হচ্ছে। তবে জরুরি সেবা সংশ্লিষ্ট খাতগুলো এ ছুটির বাইরে থাকবে।

জানা গেছে, ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে। ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এর পর ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা রোববার (৫ অক্টোবর) থেকে কর্মস্থলে ফিরবেন।

তবে অনেক বেসরকারি প্রতিষ্ঠানে শনিবার নিয়মিত কার্যক্রম চলবে। ফলে তাদের ক্ষেত্রে চার দিনের পরিবর্তে তিন দিনের ছুটি কার্যকর হবে।

এদিকে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, পরিচ্ছন্নতা কার্যক্রমসহ সব ধরনের জরুরি সেবার কর্মকর্তা-কর্মচারীরা এই ছুটির সুবিধা পাবেন না। একইভাবে হাসপাতাল, চিকিৎসক-কর্মী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনে যুক্ত যানবাহন ও কর্মীরাও দায়িত্বে নিয়োজিত থাকবেন।

ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ছুটিতে বন্ধ থাকলেও আগামী রোববার সকাল ১০টা থেকে যথারীতি লেনদেন শুরু হবে। একই দিন থেকে ব্যাংক কার্যক্রমও স্বাভাবিক হবে।

এছাড়া দুর্গাপূজাসহ অন্যান্য ধর্মীয় উৎসব উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানও ছুটিতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *