আবারও সক্রিয় বৃষ্টি বলয়, টানা বৃষ্টি চলবে কয়েকদিন

আবারও সক্রিয় বৃষ্টি বলয়, টানা বৃষ্টি চলবে কয়েকদিন

বাংলাদেশে আবারও সক্রিয় হতে যাচ্ছে শক্তিশালী বৃষ্টি বলয়। এর ফলে দেশের প্রায় ৮০ শতাংশ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, বৃষ্টি বলয়টি ৩০ সেপ্টেম্বর রাত থেকে ৫ অক্টোবর পর্যন্ত সক্রিয় থাকতে পারে। তবে সবচেয়ে বেশি সক্রিয় থাকবে ২ থেকে ৪ অক্টোবর পর্যন্ত। এ সময় রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে।

রাজধানীতেও বৃষ্টি বলয় সক্রিয় থাকবে। সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি মাঝারি মাত্রায় থাকবে। কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের ঝুঁকিও থাকতে পারে।

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, রংপুর ও রাজশাহী বিভাগে ভারি থেকে অতি ভারী বর্ষণের কারণে নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং নদীর নিকটবর্তী নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। এছাড়াও কিছু এলাকায় নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

এই সময় দেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। এছাড়া বেশিরভাগ সময়েই সমুদ্র উত্তাল থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *