ভারতের গোয়েন্দাদের হাতে পলাতক আ.লীগ নেতাদের তালিকা

ভারতের গোয়েন্দাদের হাতে পলাতক আ.লীগ নেতাদের তালিকা

জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। তার সঙ্গে পালিয়ে যান নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মীও। দেশে দলের কার্যক্রম স্থগিত থাকলেও সীমান্তের ওপারে বসেই তারা বৈঠকসহ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এবার কলকাতায় অবস্থানরত এসব নেতাকর্মীদের তালিকা তৈরি শুরু করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা আইবি। দৈনিক আমার দেশ–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটি ইতিমধ্যেই *৭৩৪ জন পলাতক আওয়ামী লীগ নেতার একটি পূর্ণাঙ্গ তালিকা* প্রস্তুত করেছে। তালিকায় তাদের নাম, ঠিকানা, পাসপোর্ট নম্বর ও টেলিফোন নম্বরও যুক্ত রয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এসব পলাতক নেতাদের কাছে এখনও বাংলাদেশি পাসপোর্ট রয়েছে। অথচ গত ৫ আগস্টের পরপরই বাংলাদেশ সরকার তাদের পাসপোর্ট বাতিল ঘোষণা করেছিল। বাতিল হওয়ার পরও তারা কিভাবে নতুন করে পাসপোর্ট হাতে পেয়েছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সূত্র জানায়, কলকাতায় অবস্থানরত একাধিক বাংলাদেশি সাবেক পুলিশ ও সামরিক কর্মকর্তা এসব নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা ও সমন্বয়ের কাজ করছেন।

অন্যদিকে, শেখ হাসিনা বর্তমানে দিল্লির অভিজাত লুটিয়েন্স বাংলো জোনে একটি সুরক্ষিত ভবনে অবস্থান করছেন। ঠিকানা—১১ রাজাচি মার্ক। সেখানে তিনি ঘনিষ্ঠ নেতাদের নিয়ে অবস্থান করছেন বলে জানা গেছে। ওবায়দুল কাদের, শেখ সেলিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আসাদুজ্জামান খান কামালসহ ক্ষমতাচ্যুত মন্ত্রী ও শীর্ষ নেতারা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের বহু নেতা এখন কলকাতায় আশ্রয় নিয়েছেন।

গোয়েন্দা ও কূটনৈতিক সূত্র বলছে, কলকাতার অভিজাত এলাকা থেকে শহরতলী পর্যন্ত ছড়িয়ে পড়েছেন এসব পালাতক নেতাকর্মী। কেউ ভাড়া বাসায়, কেউ হোটেলে আবার অনেকে পরিবার নিয়ে বসবাস করছেন। আর সাধারণ কর্মীরা মেস সিস্টেমে রুম ভাড়া করে দিন কাটাচ্ছেন।

প্রতিদিনই নতুন নতুন নাম যুক্ত হচ্ছে ভারতীয় গোয়েন্দাদের এই ডাটাবেসে। ধারণা করা হচ্ছে, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া নেতাদের নিজেদের গোয়েন্দা নেটওয়ার্কের ভেতরে রাখতে চাইছে ভারতের তথাকথিত ডিপ স্টেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *